ট্রাম্পের ২৫% ট্যারিফের গুঁতোয় তলানিতে ঠেকল টাকার দাম, জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফের নতুন ট্যারিফের ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মুলুকে আমদানি করা স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপর ২৫ শতাংশ বাড়তি শুল্কের কথা জানিয়েছেন তিনি। এর পরই টাকা-সহ এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রার দাম কমেছে। সোমবার বাজার খোলার প্রতি মার্কিন ডলারের সাপেক্ষে টাকার দাম হয়েছে ৮৭.৯২। যা সর্বকালীন রেকর্ড। শুক্রবার বাজার বন্ধের সময় মার্কিন ডলারের সাপেক্ষে টাকার দাম ছিল ৮৭.৪৩। অর্থাৎ ভারতীয় মুদ্রার দাম ০.৪৯ টাকা বা ৪৯ পয়সা কমেছে। সেই সঙ্গে ডলার ইনডেক্স পৌঁছে গিয়েছে ১০৮.৩-এ।

দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে বসার আগে থেকেই বিভিন্ন দেশের পণ্যে শুল্ক চাপানোর হুমকি দিচ্ছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসাবে প্রথম টার্মে স্টিলের উপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের উপর ১০ শতাংশ শুল্ক বসিয়েছিলেন তিনি। যদিও পরে কানাডা, ব্রাজ়িল, মেক্সিকোর মতো একাধিক দেশকে এই শুল্ক থেকে মুক্তি দিয়েছিলেন তিনি। এর পর বাইডেন প্রেসিডেন্ট হয়ে আরও অনেক দেশের উপর শুল্ক কমিয়েছিলেন। ট্রাম্পের নতুন ঘোষণায় সেই সমস্ত ছাড় বজায় থাকবে কি না, তা এখনও স্পষ্ট নয়। আমেরিকা সবথেকে বেশি স্টিল আমদানি করে কানাডা, ব্রাজ়িল এবং মেক্সিকোর থেকে। এর পরই তালিকায় রয়েছে দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনাম। কানাডা থেকে প্রচুর অ্যালুমিনিয়াম কাঁচামাল হিসাবে আমেরিকায় আসে।

আরও পড়ুন:- দমদমের কেন্দ্রীয় বিদ্যালয়ে দশম, দ্বাদশ পাশে কর্মী নিয়োগ চলছে! চাকরি হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে

ট্রাম্পের এই নতুন ঘোষণায় ভারত-সহ বিভিন্ন দেশের মুদ্রা পতনের মুখে দাঁড়িয়ে। চিনের মুদ্রায় ইউয়ান মার্কিন ডলারের সাপেক্ষে কমেছে। রয়টার্স সূত্রে জানা গিয়েছে, ইন্দোনেশিয়ার মুদ্রা রুপিয়ার দাম ০.৪ শতাংশ এবং মালয়েশিয়ান মুদ্রা রিঙ্গিটের দাম ০.৭ শতাংশ কমেছে। যদিও দক্ষিণ কোরিয়ার মুদ্রা দাম এই পরিস্থিতিতেও সামান্য হলেও বেড়েছে। টাকার দামে পতন নিয়ে ফরেক্স উপদেষ্টা বলেছেন, ‘স্বল্প সময়ে ভারতীয় রুপি ৮৭.৫০ থেকে ৮৮.২০ লেভেলের মধ্যে ঘুরবে। ৮৭.৫০ সাপোর্ট লেভেল হিসাবে ধরা যেতে পারে। আন্তর্জাতিক স্তরে অনিশ্চয়তা এবং ঘরোয়া নীতিতে পরিবর্তনের প্রভাবেই টাকার দাম পড়ছে।’ গত সপ্তাহে টাকার দাম ১.২৫ শতাংশ কমেছিল বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। তার পরও সোমবার সকালে মুখ থুবড়ে পড়েছে দেশের প্রধান দুই স্টক এক্সচেঞ্জের সূচক। সোমবার সকালে সাড়ে ১০টা নাগাদ সেনসেক্স ৫৭০ পয়েন্ট পড়েছে। নিফটি৫০ কমেছে ১৭৮ পয়েন্টে। ট্রাম্পের এই ঘোষণার জেরেই সপ্তাহের শুরুতে বাজারে এতটা অস্থির হয়ে উঠল বলে মত বিশ্লেষকদের। সেনসেক্স, নিফটি৫০-র পাশাপাশি দেশের স্টক মার্কেটের বিভিন্ন সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট কমেছে। এর মধ্যে নিফটি মেটাল ইনডেক্সে পতন সবথেকে বেশি। সোমবার বাজার খোলার পর এই সূচক কমেছে প্রায় ২.৯০ শতাংশ।

আরও পড়ুন:- সামনের সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল, কী রয়েছে এতে?

আরও পড়ুন:- মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করলেন, কেন হঠাৎ এই পদক্ষেপ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন