CIBIL Score বৃদ্ধি করার উপায়। ক্রেডিট স্কোর সিভিল স্কোর চেক ফ্রি অনলাইন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- লোন নেওয়ার আগে সিবিল স্কোর (CIBIL Score) ভাল হওয়া জরুরি। আপনি যদি কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নেবেন বলে ভেবে থাকেন, তাহলে আপনার সিবিল স্কোর ভাল করতে হবে। যদি আপনার ক্রেডিট স্কোর বা সিবিল স্কোর ভাল হয়, তাহলে আপনি যে কোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিতে পারবেন। আপনার লোন নেওয়া অনেক সহজ হয়ে যাবে। যদি ক্রেডিট স্কোর ৭০০-র বেশি থাকে, তাহলে তাকে ক্রেডিট ডিসিপ্লিন হিসাবে চিহ্নিত করা হয়। কি কি ভাবে ক্রেডিট স্কোর ভালো করতে পারেন? আসুন দেখে নেওয়া যাক।

How To Increase Cibil Score Fast

১) সময়ে EMI দেওয়া

সিবিল স্কোর ভাল করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হল সময়ে ইএমআই পরিশোধ করতে হবে। আপনি যদি একটি ইএমআইর সময় মিস করেন, তাহলে তার বড় রকমের নেতিবাচক প্রভাব পড়ে ক্রেডিট স্কোরে। তাই বিষয়টি বুঝেসুঝে চলবেন।

২) ক্রেডিট রিপোর্টে নজর রাখা

দ্বিতীয় হল নির্দিষ্ট সময় অন্তর নিজের ক্রেডিট স্কোরের দিকে নজর রাখা। আর এই কাজটি করার জন্য আপনি দরকারে বিভিন্ন ক্রেডিট এজেন্সির থেকে বছরে একবার করে বিনামূল্যে ক্রেডিট রিপোর্ট নিন। এর পাশাপাশি, ব্যাঙ্কের তরফে কোনও ভুলে আপনার ক্রেডিট স্কোরের উপর কোনো প্রভাব পড়ল নাকি আপনাকে সে ব্যাপারেও সজাগ থাকা দরকার।

৩) পুরোনো ক্রেডিট কার্ড বন্ধ করবেন না

তৃতীয় যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে তা হল, আপনি কখনই পুরোনো ক্রেডিট কার্ড বন্ধ করবেন না। আপনি যখনই নতুন কোনও ক্রেডিট কার্ড পাবেন, পুরোনো ক্রেডিট কার্ড জমা দিয়ে দেন। যদিও এ বিষয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আপনার ক্রেডিটের ইতিহাস যত দীর্ঘ হবে, তার দ্বারা আপনার ক্রেডিট স্কোর তত ভালো করতে সহায়ক হবে। তবে শুধু তাই নয়, পুরোনো ক্রেডিট কার্ডও কিন্তু আপনার ক্রেডিট স্কোরকে উন্নত করে কাজে লাগতে পারে।

৪) হেলদি ক্রেডিট মিক্স

এরপর মনে রাখুন হেলদি ক্রেডিট মিক্স সম্পর্কে। আপনি যদি লোন নিতে চান, বৈচিত্রের মাধ্যমেও আপনার ক্রেডিট স্কোর প্রভাবিত হয়। আর এর জন্য ব্যালেন্স রাখা দরকার সিকিওর লোন এবং আনসিকিওর লোনের মধ্যে। মূলত ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন তালিকাভুক্ত আনসিকিওর লোনের।

আর সিকিউর লোনের মধ্যে গণ্য করা হয় হোম লোন, কার লোনের মতো ঋণকে। তবে এখানে উল্লেখ্য, বেশি মাত্রায় আনসিকিওর লোন নেওয়ার প্রবণতা কিন্তু ক্রেডিট স্কোরের উপর প্রভাব ফেলে। এই বিষয়টি মনে রাখবেন।

৫) অতিমাত্রায় লোনের আবেদন

ঘন ঘন লোনের আবেদন করা মোটেই যুক্তিযুক্ত নয়। এর প্রভাব পড়ে ক্রেডিট স্কোরে। আপনি যখন লোনের জন্য আবেদন করেন, তখন কিন্তু ব্যাঙ্কের তরফে আপনার Hard Inquiry করা হয়। এবার যদি আপনি অল্প সময়ের মধ্যে অতিরিক্ত লোনের জন্য আবেদন করেন, তাহলে ক্রেডিট স্কোর কমে যেতে পারে।

৬) ক্রেডিট ইউটিলাইজ়েশন রেশিও

সিবিল স্কোর বাড়ানোর আরও একটি উপায় হল ক্রেডিট ইউটিলাইজ়েশন রেশিও ঠিক রাখা। এই বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, ক্রেডিট স্কোর ভাল করতে হলে ক্রেডিট ইউটিলাইজ়েশন রেশিও রাখতে হবে ৩০ শতাংশের নীচে। অর্থাৎ মনে করুন যদি আপনার ক্রেডিট কার্ডের লিমিট থাকে যদি ১ লক্ষ টাকা, তাহলে একলপ্তে ৩০ হাজার টাকার বেশি খরচ না করাই ভাল।

আরও পড়ুন:- পুরুষদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করছেন মুখ্যমন্ত্রী। প্রতিমাসে পাবেন 1000, 1500 টাকা! জানুন বিস্তারিত

আরও পড়ুন:- কলকাতা টু বারাণসী 6 ঘণ্টায় ! তৈরি হচ্ছে নয়া এক্সপ্রেসওয়ে

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন