‘অঙ্গ দান, প্রাণ বাঁচান,’ ভারত-ইংল্যান্ড তৃতীয় ম্যাচে অভিনব উদ্যোগ ICC-র

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারত ইংল্যান্ড ওডিআই সিরিজ়ের শেষ ম্যাচটা হবে আমেদাবাদে। ১২ তারিখ হবে ম্যাচটি। খাতায় কলমে এটির গুরুত্ব নেই, কারণ এই ম্যাচের ফলের উপর কিছু নির্ভর করবে না। কারণ এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ় ভারত জিতে গিয়েছে। কিন্তু খাতায় কলমে গুরুত্ব না থাকলেও মানবিক কারণে এই ম্যাচের গুরুত্ব অনেকটা বেশি। কারণ, এই ম্যাচের জন্য একটি সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ সম্প্রতি জানিয়েছেন, সামাজিক কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে, এটির নাম দেওয়া হয়েছে, ‘অঙ্গ দান, প্রাণ বাঁচান’। অমেদাবাদে তৃতীয় ওডিআইয়ের আগে শুরু হবে এই উদ্যোগ।

আরও পড়ুন:- রায়দান স্থগিত ! ২৬ হাজার চাকরি বাতিল মামলায় কী পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট ?

এই উদ্যোগের কারণ হচ্ছে, অঙ্গ দান বাড়ানো। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন স্তর থেকে অঙ্গ দানের জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। কেউ মারা গেলে তাঁর শরীরের কোনও অঙ্গ অপরের কাজে লাগতে পারে। এরফলে একজন মানুষের উপকার হবে। বর্তমান অঙ্গ দান হলেও, সেটাকে আরও বাড়াতে উদ্যোগী হলো আইসিসি। জয় শাহ বলেন, ‘স্পোর্টসের কাছে সেই ক্ষমতা আছে মানুষকে অনুুপ্রাণিত করার, এক করার ও মাঠের বাইরে কড়া প্রভাব ফেলার। এই উদ্যোগের মধ্যে দিয়ে আমরা সবাইকে অনুরোধ করছি এগিয়ে এসে জীবনের অন্যতম সেরা উপহারটা দিতে। আপনার একটা সিদ্ধান্ত, অনেক প্রাণ বাঁচাতে পারে।’

বিসিসিআই এই উদ্যোগ নিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছে, যেখানে অঙ্গ দানের জন্য আবেদন করেছেন বিরাট কোহলি, শুবমান গিল, কেএল রাহুল সহ বাকি প্লেয়াররা।

আরও পড়ুন:- গাছটির ‘অবদান’ কী, জানাবে পরিবেশবান্ধব কলেজ, কিভাবে ? জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:-ট্রাম্পের ২৫% ট্যারিফের গুঁতোয় তলানিতে ঠেকল টাকার দাম, জানুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন