Bangla News Dunia, Pallab : সদ্য দিল্লিতে বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে ইন্ডিয়া জোটের শরিক আম আদমি পার্টির । আর সেই ফল প্রকাশ্যে আসার পর থেকেই বাংলায় বিশেষভাবে উদ্বুদ্ধ প্রধান বিরোধী দল বিজেপি । কারণ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন । বিজেপি এ রাজ্যে আপের পরাজয়কে সামনে রেখে পালাবদলের প্রয়াস চালাচ্ছে । কিন্তু বিজেপির সেই স্বপ্ন সফল হবে না বলে বিধায়কদের নিয়ে বৈঠকে জোর গলায় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
আরও পড়ুন : জিহ্বা দেখে সেরা হোমিওপ্যাথি ঔষধ !
যদিও এই নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তিনি দেননি । কিন্তু বিভিন্ন সূত্র মারফত বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে, 2026-এ রাজ্যের বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ফিরবে তৃণমূল ।
আরও পড়ুন : বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ৩০০০ টাকা করা হবে, কবে থেকে বাড়বে ?
এদিন দিল্লিতে ইন্ডিয়া জোটের ভরাডুবির জন্য জোটসঙ্গীর বোঝাপড়ার অভাবকেই দায়ী করেছেন বাংলার মুখ্যমন্ত্রী । তাঁর মতে, দিল্লি এবং হরিয়ানাতে পরস্পরকে সাহায্য করার বদলে যেভাবে কংগ্রেস এবং আপ একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে, তাতে ভোটবাক্সে ক্ষতিগ্রস্ত হয়েছে উভয়েই ।
আরও পড়ুন : ৮ হাজারে কাশ্মীর, ৪৫০ টাকায় দিঘা ভ্রমণ ! সস্তায় ঘুরতে যাওয়ার সুবর্ণ সুযোগ