Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারত প্রধানত ট্রপিক্যাল কান্ট্রি হিসেবেই পরিচিত। অর্থাৎ দেশের আবহাওয়ায় গরমের পরিমাণটা অনেকটাই বেশি। এই গ্রীষ্মপ্রধান দেশে শীতকালীন খেলায় সাফল্য পাওয়া খুবই কঠিন। কিন্তু সেটাই করে দেখাল ভারতের ছেলেদের আইস হকি দল। শেষবার কোনও ম্যাচে জয় পেয়েছিল ২০১৮ সালে। তারপর কেটে গিয়েছে ৭টা বছর।
দীর্ঘদিন অপেক্ষার পর ২০২৫ সালে প্রথম আইস হকির কোনও ম্যাচে জিতল ভারতের জাতীয় দল। উইন্টার এশিয়ান গেমসে প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে জয় পেল ভারত। মাকাওয়ের বিরুদ্ধে ৪-২ ফলে জিতল তারা।
চিনের হার্বিনে বসেছে ২০২৫ সালের উইন্টার এশিয়ান গেমসের আসর। তবে এই টুর্নামেন্টে অংশ নেওয়া আগে সেভাবে প্রস্তুতির সুযোগ পায়নি ভারতীয় দল। শুধু সেটাই নয়, ২০১৮ সালের পর আন্তর্জাতিক আইস হকি ফেডারেশনের কোনও প্রতিযোগিতাতেই অংশ নেয়নি তারা। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় দিয়েই অভিযান শেষ করল ভারত।
আরও পড়ুন:- রায়দান স্থগিত ! ২৬ হাজার চাকরি বাতিল মামলায় কী পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট ?
পরবর্তী পর্বে যাওয়ার কোনও আশা নেই তাদের। তবুও দীর্ঘ ৭ বছর পরে আন্তর্জাতিক মঞ্চে ম্যাচ জেতার সাফল্য ভারতীয় ক্রীড়াপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে। গ্রুপের প্রথম দুটি ম্যাচে বড় ব্যবধানে হেরে যায় ভারত। হংকংয়ের বিরুদ্ধে ০-৩০ এবং তুর্কমেনিস্তানের বিরুদ্ধে ১-১৯ ব্যবধানে হারে তারা। তবে শেষ ম্যাচে মাকাউকে ৪-২তে হারিয়ে তিন পয়েন্ট পেয়ে কিছুটা হলেও মান বাঁচিয়েছে ভারত।
ভুবনেশ্বরের স্পোর্টস সায়েন্স ইন্ডিয়ার পক্ষ থেকে সার্থক পট্টনায়ক এক বিবৃতিতে বলেন, ‘চোটের কারণে অনেক প্লেয়ার না থাকায় এবং বহু বাধা বিপত্তি সত্ত্বেও এই জয় পেয়েছে দল। অতিরিক্ত প্লেয়ার বা বিকল্পও বেশি ছিল না দলের কাছে। এই জয় অবশ্যই স্মরণীয়।’
মহম্মদ আলি বাবা, মহম্মদ ইসমাইল এবং শেরিং আংচুকের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। মাকাউয়ের হয়ে ১৬ বছর বয়সি এডিসন পাক এক গোল শোধ করেন। তবে শেষে শেরিং আংদুসের গোলে ৪-২ ফলে ম্যাচ জেতে ভারত।