Bangla News Dunia, Pallab : দেউচা-পাচামি ঘিরে জমি জট এর সমস্যা যেন কিছুতেই কাটতে চাইছে না। গত ৫ ফেব্রুয়ারি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেউচা-পাচামিতে কয়লা খনি প্রকল্পের সূচনার কথা ঘোষণা করেছিলেন৷ সেই অনুযায়ী গত ৬ ফেব্রুয়ারি দেউচার মথুরাপাহাড়ি এলাকায় খনন কাজ শুরু করার জন্য উদ্যোগ নিয়েছিল বীরভূম জেলা প্রশাসন। কিন্তু সেখানেই ঘটে আরেক বিপদ। ভূমিপুজো বন্ধ করে JCB মেশিন আটকে ব্যাপক বিক্ষোভ শুরু করেছিলেন স্থানীয় মানুষজন। আসলে অভিযোগ ছিল, প্রতিশ্রুতি দিয়েও মেলেনি চাকরি, প্যাকেজও৷ বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গিয়েছিল খনন কাজ ৷ এরপরেই সমস্যা সমাধানে মাঠে নামে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।
আরও পড়ুন : জিহ্বা দেখে সেরা হোমিওপ্যাথি ঔষধ !
দেউচা-পাচামি সমস্যা সমাধানে এগিয়ে এলেন অনুব্রত মণ্ডল
এরপর অনুব্রত মণ্ডল সমস্যা নির্মূল করতে মহম্মদবাজার বিডিও অফিসে প্রায় ৪ ঘণ্টা প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক শুরু করেছিলেন৷ এবং সিদ্ধান্ত নেন রাতের অন্ধকারে হবে দেউচা-পাচামিতে খনন কাজ এবং সকালে কাজ বন্ধ থাকবে। এছাড়াও স্থানীয় মানুষজনের ক্ষোভ প্রশমন করতে মথুরাপাহাড়ি-সহ সংলগ্ন ৪টি গ্রামে ক্যাম্প করা হয়েছে৷ সেই ক্যাম্প থেকে বিভিন্ন গ্রামে নথি সংগ্রহ করা হচ্ছে ৷ এমনকি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ লিপিবদ্ধ করা হচ্ছে। আর এই আবহে এবার স্থানীয় এলাকার বাসিন্দাদের কাছে হাতজোড় করলেন অনুব্রত মণ্ডল।
আরও পড়ুন : স্মার্টফোন চুরি হয়ে গেলে প্রথমেই কী করা উচিত? জেনে নিন
স্থানীয়দের কাছে হাত জোড় করলেন কেষ্ট!
সূত্রের খবর, গতকাল অর্থাৎ সোমবার মহম্মদবাজার কমিউনিটি হল জমির পাট্টা বিলির একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে যোগদান করেছিলেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। কিছুদিন আগেই জেমুক্ত হয়েছিলেন অনুব্রত। জেল থেকে ফেরার পর নিজের এলাকায় বেশ স্বস্তি মিলেছিল তাঁর। এরপর ছেড়ে যাওয়া গ্রামীণ উন্নয়ন গোষ্ঠীর চেয়ারম্যান এর পদ পেয়ে বেশ আপ্লুত তিনি। আর সেই পদ ফিরে পাওয়ার দরুন এই পাট্টা বিলি অনুষ্ঠানে হাজির হলেন তিনি।