Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের খেলা। ইতিমধ্যেই শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে পয়েন্ট তালিকার প্রথম ৮টি দল। বাকি ৮টা জায়গার জন্য লড়াইয়ে নামবে ১৬টা দল। প্লে–অফের এই ১৬টা ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি চর্চা ম্যাঞ্চেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ নিয়ে। কিন্তু তার আগে দুই টিমই বেশ চাপে। সেটা স্বীকার করে নিলেন রিয়ালের কোচ কার্লো আন্সেলোত্তি। জানিয়ে দিলেন, ম্যান সিটিই সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ।
২০২১-২২ মরশুম থেকে প্রতিবারই সেমিফাইনাল নয়তো কোয়ার্টারে একে অপরের মুখোমুখি হয়েছে দুই দল। কিন্তু এ বার খেলতে হচ্ছে প্লে-অফ। তার আগে চাপে দুই দলই। চোট সমস্যায় পাঁচ ডিফেন্ডারকে পাচ্ছে না রিয়াল। রুডিগার, আলাবা, মিলিতাও, কার্বাহালের পর চোট পেয়ে ছিটকে গিয়েছেন লুকাস ভাসকুয়েস।
ডিফেন্সে তাই রাউল আসেন্সিওর সঙ্গে চুয়ামেনিকে জুড়ে দিতে পারেন আন্সেলোত্তি। দুই সাইড ব্যাকে খেলবেন মেন্দি ও ভালভের্দে। কার্ড সমস্যাও আছে রিয়ালের। কামাভিঙ্গা, বেলিংহ্যাম, মদ্রিচ, চুয়ামেনি, এন্দ্রিকরা একটি হলুদ কার্ড দেখলেই খেলতে পারবেন না পরের লেগে।
এছাড়াও তিন তারকা এমবাপে, ভিনিসিয়াস এবং বেলিংহ্যামের মধ্যেও সম্পর্ক ঠিক নেই, এমনটাই ফুটে উঠছে ব্রিটিশ মিডিয়ার কথায়। শনিবার আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচে কয়েকবার একসঙ্গে একই পজ়িশনে বলের দখলের জন্য লড়তে দেখা গিয়েছিল তিন তারকাকে। প্রথমার্ধে মাঠেই তিন জনের মধ্যে অল্প বিবাদ হয় বলেও দাবি। ড্রেসিংরুমে আন্সেলোত্তি নাকি তিনজনকেই বকাবকি করেছেন এই কারণে।
উল্টোদিকে কী অবস্থা ম্যান সিটির?
গ্রুপের শেষ ম্যাচ জিতে কোনওরকমে প্লে-অফে পৌঁছেছে ম্যাঞ্চেস্টার সিটি। একদমই চেনা ছন্দে নেই তারা। রদ্রি চোট পেয়ে ছিটকে যাওয়ার পর থেকেই পারফরম্যান্সের গ্রাফ ক্রমশ নামতে শুরু করেছে সিটির। এফএ কাপে তৃতীয় ডিভিশনের লেটন অরিয়েন্টের বিরুদ্ধেও জিততে হয়েছে কোনও রকমে। ডিফেন্সে প্রধান ভরসা রুবেন দিয়াস মঙ্গলবার একটি হলুদ কার্ড দেখলেই মাদ্রিদে অ্যাওয়ে ম্যাচে খেলতে পারবেন না।
আক্রমণে হাল্যান্ড, ফডেন, স্যাভিনহোর উপরেই ভরসা রাখতে হবে পেপকে। অভিজ্ঞ ফুটবলার কেভিন দে ব্রুইনা ও বার্নার্দো সিলভাও নেই চেনা ছন্দে। নতুন সই করা প্লেয়ারদের মধ্যে খুশানভ ও মারমৌশ দলে থাকলেও, চোটের জন্য অনিশ্চিত নিকো গঞ্জালেজ। তাই ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে খেলা হলেও বেশ চাপে পেপ গুয়ার্দিওলার দল।
আরও পড়ুন:- কলকাতা টু বারাণসী 6 ঘণ্টায় ! তৈরি হচ্ছে নয়া এক্সপ্রেসওয়ে