দিল্লির পর এবার পঞ্জাবেও খেলা, বিধায়কদের তলব কেজরিওয়ালের !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : দিল্লি হাতছাড়া হওয়ার পর ৪৮ ঘণ্টাও কাটেনি। পঞ্জাবে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে আম আদমি পার্টি (আপ)। কংগ্রেস, বিজেপি বাদে আপ দেশের একমাত্র দল, যারা একাধিক রাজ্যে ক্ষমতায় ছিল। শনিবার সেই কৃতিত্ব হারিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। এদিকে দিল্লি বিধানসভা ভোটে বিজেপির কাছে আপের হার নিশ্চিত হতেই বিস্ফোরক দাবি করেছেন কংগ্রেস নেতা তথা পঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া। কংগ্রেস নেতার দাবি, রাজ্যে ক্ষমতায় থাকা আপের অন্তত ৩০ জন বিধায়কের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। ওই বিধায়করা আপ নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কাজে খুশি নন। তাঁরা যে কোনও দিন কংগ্রেসে যোগ দিতে পারেন।

আরো পড়ুন :- চ্যাম্পিয়নস ট্রফির আগে শক্তি হারাল ভারত, চোট নিয়ে ছিটকে যাচ্ছেন বুমরাহ ! বিকল্প কে ?

বাজওয়ার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের একাধিক নেতা। তারপরেই পঞ্জাবের বিধায়কদের তড়িঘড়ি দিল্লিতে তলব করেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দলের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মান এবং বিধায়কদের সঙ্গে দেখা করবেন কেজরিওয়াল। আপের বিবৃতি অনুযায়ী, ‘মঙ্গলবারের বৈঠক পরবর্তী কৌশল ঠিক করার জন্য একটি সাংগঠনিক সভা। ভবিষ্যৎ কৌশল তৈরির জন্য দলের সব ইউনিটের মতামত নেওয়া হচ্ছে।’

আরো পড়ুন :- নরম সুরে হাতজোর করে আবেদন অনুব্রতর, হলটা কী কেষ্টর ?

অন্যদিকে বাজওয়ার দাবি, ‘আপের অন্দরে নেতৃত্বের লড়াই আসন্ন। রাজধানীর (দিল্লি) দলীয় নেতৃত্ব মানকে সরিয়ে দিতে পারেন। পঞ্জাবের আপ বিধায়ক এবং কর্মীদের একাংশ দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে।’ তিনি আরও বলেন, ‘লুধিয়ানা (পশ্চিম) বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে। কেজরিওয়াল হয়তো পঞ্জাব থেকে বিধায়ক হওয়ার জন্য এই আসনটির দিকে নজর রাখছেন।’

আরো পড়ুন :- পুরুষদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করছেন মুখ্যমন্ত্রী। প্রতিমাসে পাবেন 1000, 1500 টাকা! জানুন বিস্তারিত

২০২২-এর বিধানসভা ভোটে ১১৭ আসনের পঞ্জাব বিধানসভায় ৯২টি দখল করেছিল আপ। কংগ্রেসে নেমে গিয়েছিল ১৮টি আসনে। শিরোমণি অকালি দল জিতেছিল মাত্র ৩টিতে। কিন্তু ২০২৪-এর লোকসভা ভোটে রাজ্যের ১৩টি কেন্দ্রের মধ্যে আপ প্রার্থীরা মাত্র ৩টিতে জয়ী হয়েছেন। তারপর থেকে পঞ্জাব-আপে ভাঙনের সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন