AI-এর দাপটে চাকরি সংকট দেখা দেবে ! ফ্রান্সে সামিটে যোগ দিয়ে আশঙ্কা ছাপিয়ে আশাবাদী মোদি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপক ব্যবহার কী চাকরি খেয়ে নিতে পারে? বাড়তে পারে বেকারত্বের হার? প্যারিসে এআই অ্যাকশন সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi In France) মুখেও উঠে এল এই প্রসঙ্গ। তিনি যদিও এআইকে স্বাগত জানিয়েছেন। তিনি জানান, এআইয়ের ব্যবহার লক্ষ্য জীবন বদলে দিতে পারে। স্বাস্থ্য, শিক্ষার মতো বহু ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার  হতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী এক্ষেত্রে গুরুত্ব আরোপ করেন সজাগ থাকার উপর। তিনি জানান, সাইবার সুরক্ষা, ভুয়ো তথ্য এবং ডিপ ফেক সম্পর্কে সকলকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি এআইকে জনমুখী অ্যাপ্লিকেশন হিসেবে গড়ে তোলার উপরেও জোর দেন মোদি। তিনি বলেন, ‘সভ্যতার জন্য উপকারী হতে হলে প্রযুক্তিকে স্থানীয় বাস্তুতন্ত্রের সঙ্গে সাযুজ্য রেখে চলতে হবে।’

আরো পড়ুন :- পুরুষদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করছেন মুখ্যমন্ত্রী। প্রতিমাসে পাবেন 1000, 1500 টাকা! জানুন বিস্তারিত

মোদির বক্তব্যে এদিন উঠে আসে চাকরি হারানোর আশঙ্কার কথাও। তবে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, প্রযুক্তি কখনও চাকরি কেড়ে নিতে পারে না, ইতিহাস এর সাক্ষী। চাকরির ধরন সময়ের সঙ্গে বদলে যায়, বরং নতুন চাকরির সৃষ্টি হয়। ‘এআই অ্যাকশন সামিটে’ যোগ দিতে সোমবার রাতে ফ্রান্সে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাঁকে সাদর অভ্যর্থনা জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফরাসী প্রধানমন্ত্রীর সঙ্গে এই সামিটের যুগ্ম চেয়ারম্যান নরেন্দ্র মোদি।

আরো পড়ুন :- নরম সুরে হাতজোর করে আবেদন অনুব্রতর, হলটা কী কেষ্টর ?

১২ ফেব্রুয়ারি পর্যন্ত ফ্রান্সে কাটিয়ে আমেরিকায় পৌঁছবেন প্রধানমন্ত্রী। ১২ এবং ১৩ ফেব্রুয়ারি তাঁর মার্কিন যুক্তরাষ্ট্র সফর রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম আমেরিকা সফর। এখনও পর্যন্ত হাতে গোনা কয়েকজনই ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতাসীন হওয়ার পর আমেরিকা সফরে গিয়েছেন। তার মধ্যে অন্যতম মোদি।  তাই মোদির এই আমেরিকা সফরের দিকে সকলের নজর রয়েছে।

আরো পড়ুন :- চ্যাম্পিয়নস ট্রফির আগে শক্তি হারাল ভারত, চোট নিয়ে ছিটকে যাচ্ছেন বুমরাহ ! বিকল্প কে ?

বিশেষ করে এমন একটা সময়ে প্রধানমন্ত্রী আমেরিকায় যাচ্ছেন, যখন ভারতের প্রতিবেশী বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও ভাল নয়।  ট্রাম্পের সঙ্গে আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে বলে মনে করছেন বিদেশনীতির কারবারিরা। এছাড়াও ট্রাম্প ক্ষমতায় এসেই অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন। অভিযোগ উঠেছে। বিমানে অবৈধবাসীদের পায়ে শিকল বেঁধে হাতে হাতকড়া পড়িয়ে ভারতে পাঠানো হয়েছে। যানিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে মোদি সরকারকে। আগামীতে দফায় দফায় ৪৮৭ জন ভারতীয় নাগরিককে প্রত্যর্পণের নির্দেশ রয়েছে বলে মার্কিন সরকার ভারত সরকারকে জানিয়েছে। সেক্ষেত্রে কেন্দ্রকে যেন আর অস্বস্তির মুখে না পড়়তে হয় সেটা নিশ্চিত করাও মোদির আমেরিকা সফরের অন্যতম দায়িত্ব হবে বলে মনে করা হচ্ছে।  এছাড়াও বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি, দুই দেশের মধ্যে ‘মিনি ট্রেড ডিল’ সংক্রান্ত বাণিজ্যিক কথা হতে পারে। উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে টেলিফোনে কথা হয় ডোনাল্ড ট্রাম্পের। তখনই ট্রাম্প তাঁকে আমেরিকা সফরের আমন্ত্রণ জানান। যে আমন্ত্রণ গ্রহণ করেছেন মোদি।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন