লিস্টিংয়ে জোর ধাক্কা এই দুই IPO-র, ইস্যু প্রাইসের থেকেও কমলো দাম

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গত কয়েক মাসে একের পর এক আইপিও এসেছে বাজারে। যার মধ্যে অধিকাংশই নজর কেড়েছে লগ্নিকারীদের। গ্রে মার্কেটেও বিভিন্ন আইপিও-র দাম চড়েছে ইস্যু প্রাইসের থেকে বেশি। এর জেরে অধিকাংশ সংস্থার আইপিও-র লিস্টিংয়ের সময় দাম বেড়েছে। এর জেরে লাভবান হচ্ছিলেন লগ্নিকারীরা। বুধবারও দেশের দুই স্টক এক্সচেঞ্জে লিস্টিং হয়েছে দুই সংস্থার আইপিও। কিন্তু দুই সংস্থারই লিস্টিং প্রাইস রয়েছে ইস্যু প্রাইসের থেকে কম। গত দু’দিন ধরেই বাজারে অস্থির পরিস্থিতি থাকছে। সেনসেক্স আর নিফটি৫০ হুড়মুড়িয়ে পড়ছে। এই পরিস্থিতির কারণেই এই দুই আইপিও শুরুতে আশা জাগালেও শেষ মুহূর্তে হতাশ করল বলে মত বাজার বিশেষজ্ঞদের।

আমউইল হেলথকেয়ার আইপিও:

বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টিং হয়েছে হেলথকেয়ার সেক্টরের এই সংস্থার। কিন্তু ইস্যু প্রাইসের থেকে ২০ শতাংশ কম দামে লিস্টিং হয়েছে এই সংস্থার। এর ইস্যু প্রাইস ছিল ১১১ টাকা। লিস্টিং প্রাইস হয়েছে ৮৮.৮৫ টাকা। কম দামে লিস্টিং হয়েই পতনের অঙ্ক থেমে থাকেনি। লিস্টিং পর আরও ৫ শতাংশ কমে দাম হয়েছে ৮৪.৪৫ টাকা।

আরও পড়ুন:- কৃষিতে ক্ষতি-রোগব্যাধি সৃষ্টিকারী ফলের মাছির থেকে মুক্তির উপায় কী ? গবেষণায় মিলল ইতিবাচক ফলাফল

বাজার থেকে ৬০ কোটি টাকা তোলার লক্ষ্যে প্রায় ৫৫ লক্ষ শেয়ার আইপিও-র মাধ্যমে বাজারে এনেছে এই সংস্থা। তা কিনতে ৫.৭৩ গুণ বেশি আবেদন জমা পড়েছিল। তাই এই সংস্থার দাম বৃদ্ধির আশা তৈরি হলেও বাস্তবে দাম বাড়ল না।

কেন এন্টারপ্রাইজ় আইপিও:

টেক্সটাইল সেক্টরের এই সংস্থার আইপিও-র শেয়ার দর কমেছে এক্সচেঞ্জ লিস্টিংয়ে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে বুধবাক ৮৫ টাকায় লিস্টিং হয়েছে কেন এন্টারপ্রাইজ়ের আইপিও-র। কিন্তু এর ইস্যু প্রাইস ছিল ৯৪ টাকা। অর্থাৎ, লিস্টিংয়ে দাম কমেছে সাড়ে ৯ শতাংশের বেশি।

বাজার থেকে ৮৩ কোটি ৬৫ লক্ষ টাকা তুলেছে এই সংস্থা। এর জন্য প্রায় ৬২ লক্ষ শেয়ার ফ্রেশ ইস্যু করেছিল এই সংস্থা। যা কিনতে আবেদন জমা পড়েছিল ৪.৩৬ গুণ বেশি। চাহিদা থাকলেও লিস্টিংয়ে দাম পড়ল এই সংস্থার শেয়ারের।

(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রচুর শিক্ষক নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বিস্তারিত দেখে নিন

আরও পড়ুন:- সপ্তাহে ৪০ ঘণ্টা কাজের রীতি শুরু হয়েছিল কীভাবে, সে এক অন্য কাহিনি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন