Bangla News Dunia ,Pallab : সারা ভারতের প্রতিটি রাজ্যের বেকার চাকরী প্রার্থীদের জন্য ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে বিরাট বড়ো সুখবর। এই সবেমাত্র কিছুদিন আগেই ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে ৬৫,০০০ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এরই মধ্যে ফের ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে একাধিক ধরনের শূন্যপদে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এক বা দুই হাজার শূন্যপদে নয় একসাথে একাধিক ধরনের পদে কয়েক হাজার কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে। কোনো অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা নয় কেবলমাত্র সাধারণ মাধ্যমিক পাস যোগ্যতাতে বেকার যুবক যুবতীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে শর্ত একটাই আবেদনকারীকে অবশ্যই ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে। পুরুষ মহিলা উভয়েই এখানে চাকরির জন্য আবেদনের যোগ্য। নীচে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে প্রকাশিত হওয়া এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য যেমন কোন কোন পদে নিয়োগ করা হবে? কিভাবে আবেদন করতে হবে? কিভাবে নিয়োগ করা হবে? কতদিনের মধ্যে আবেদন করতে হবে? এইসব বিষয় বিস্তারিত ভাবে জানানো হয়েছে।
শূন্যপদ গুলির নাম:-
কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে থাকা ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার মাধ্যমে যে যে শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
* ব্রাঞ্চ পোস্ট মাস্টার
* অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার
* ডাক সেবক
শূন্যপদের সংখ্যা:-
উপরিউক্ত তিন ধরনের শূন্যপদ মিলিয়ে সারা দেশ জুড়ে মোট ২১,৪১৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-
ভারতীয় ডাক বিভাগের অধীনে উক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। তার পাশাপাশি বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। এছাড়াও স্থানীয় ভাষায় লিখতে, পড়তে ও কথা বলতে পারদর্শী হতে হবে।
বয়সসীমা:-
উল্লেখ্য শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হওয়া দরকার কমপক্ষে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন কাঠামো:-
উল্লেখ্য তিন ধরনের শূন্যপদে নিযুক্ত কর্মীদের বেতনের পরিমাণ হবে আলাদা আলাদা। যেমন-
* অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে যাদেরকে নিয়োগ করা হবে তাদেরকে শুরুতে প্রতি মাসে ১২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। তারপর ধীরে ধীরে সেই বেতনের পরিমাণ বেড়ে হবে ২৯ হাজার টাকা।
* ব্রাঞ্চ পোস্ট মাস্টার ও ডাক সেবক পদে যাদেরকে নিয়োগ করা হবে তাদেরকে শুরুতে প্রতি মাসে ১০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। তারপর ধীরে ধীরে সেই বেতনের পরিমাণ বেড়ে হবে ২৪ হাজার টাকা।
আবেদন করার নিয়মাবলী:-
এক্ষেত্রে চাকরির জন্য আবেদন করতে হলে তা অনলাইনের মাধ্যমে করতে হবে। তার জন্য যে যে পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) সবার আগে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
২) তারপর সেখানে রেজিস্ট্রেশন এর জন্য দেওয়া লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি পূরণ করতে হবে।
৪) তারপর একে একে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
৫) সবশেষে নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।
আরও পড়ুন : এখন লক্ষ্মীর ভান্ডারের আবেদন পত্রের স্ট্যাটাস জানা যাবে এক নিমেষেই, জেনে নিন পদ্ধতি
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদনের ক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
২) দেশের স্থায়ী নাগরিকত্বের প্রমাণ পত্র হিসেবে আধার কার্ড।
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিকের মার্কসীট ও সার্টিফিকেট।
৪) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট।
৫) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
৬) সদ্য তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার।
নির্বাচন পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ও ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নির্বাচন করে চাকরিতে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে আবেদনকারীদের মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এতে যারা যারা সফল ভাবে উত্তীর্ণ হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা:-
ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত তিন ধরনের শূন্যপদে কর্মী নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ১০/০২/২০২৫ থেকে শুরু হয়েছে এবং তা চলবে আগামী ৩/০৩/২০২৫ অবধি।
আরও পড়ুন : জিহ্বা দেখে সেরা হোমিওপ্যাথি ঔষধ !