দিন দিন বাড়ছে বিদ্যুৎ বিল ? জানুন কমানোর সহজ উপায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- দিন দিন বাড়ছে বিদ্যুৎ বিল ?  যার ফলে প্রতি মাসে বিদ্যুতের মতো খরচ বেড়েই চলছে। কিন্তু পকেট বাঁচাতে বিদ্যুৎ ব্যবহারে সচেতন হতে হবে। খুব সহজেই কিছু উপায় মেনে চললে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। অপ্রয়োজনে ইলেকট্রিক যন্ত্র চালিয়ে রাখা হলো বিদ্যুৎ অপচয়ের সবচেয়ে বড় কারণ।

দেখুন বিদ্যুৎ সাশ্রয়ের কিছু উপায় ——-

১. বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব ব্যবহার করতে হবে। এই বাল্ব গুলো ৭৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে ও সাধারণ বাল্বের তুলনায় ৬ গুণ বেশি। তাই পুরানো বাল্ব বদলে ফেলতে হবে, কারণ পুরনো বাল্ব বিদ্যুৎ বেশী টানে।

২. সারাদিন কম্পিউটার চালালে অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়। তাই রোজ ব্যবহারের পর কম্পিউটার বন্ধ করে রাখতে হবে।

৩. এই গরমে আপনার ঘর ঠাণ্ডা করে তারপর এসি বন্ধ করে দিলে বিদ্যুৎ খরচ অনেকটাই কমবে।

৪. কোথাও বিদ্যুৎ সংযোগ ত্রুটিপূর্ণ হলে বিদ্যুৎ খরচ বেশি হতে পারে। তাই বিদ্যুৎ সংযোগ মাঝে মাঝে পরীক্ষা করাতে হবে।

৫. জল গরমের হিটারের তাপমাত্রা ৬০ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রিতে কমিয়ে আনলে ১৮% বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।

৬. আপনি যতটা সম্ভব ভারী যন্ত্রপাতি ব্যবহারে বিরত থাকুন। এতে কিছুটা বিদ্যুৎ সাশ্রয় হবে।

৭.  কিছু মেশিন রিমোট বা সুইচ চেপে বন্ধ করলে বৈদ্যুতিক পাওয়ার চালু থাকে। তাই রাতে ঘুমানোর আগে আনপ্লাগ করে রাখতে হবে।

আরো পড়ুন :- চাণক্য নীতি অনুযায়ী এই বিষয় গুলি যে ব্যাক্তি বুঝবেন তিনি জীবনে সফল হবেনই

৮. ঘরে না থাকলে লাইট ও ফ্যান বন্ধ রাখুন।

এই সব কিছু উপায় মেনে চললেই বিদ্যুৎ খরচ অনেকটা সাশ্রয় করা যাবে।

Highlights

1. দিন দিন বাড়ছে বিদ্যুৎ বিল ?

2. এই সব কিছু উপায় মেনে চললেই বিদ্যুৎ খরচ অনেকটা সাশ্রয় করা যাবে

#বিদ্যুৎ বিল #Electricity

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন