Bangla News Dunia, শ্রী জয়দেব শাস্ত্রী :- বিভিন্ন মানুষের চোখ বিভিন্ন রকমের হয়ে থাকে এবং তার রং ও বিভিন্ন রকমের হয়ে থাকে। তবে মানুষের চোখের রং দেখে তার চারিত্রিক দিক বুঝতে পারা যায়। তবে দেখে নেওয়া যাক কোন চোখের মানুষ কে স্বভাবের হয়।
বাদামি রংয়ের চোখ :- এই রংয়ের চোখের মানুষরা সাধারণত আত্মবিশ্বাসী , সৃজনসিক ও আকর্ষণীয় প্রকৃতির হয়ে থাকে। এরা নিজেদের অন্যের কাছে নিজেকে প্রকাশ করতে সদাপ্রস্তুত থাকে।
নীল রংয়ের চোখ :- এই রংয়ের চোখের মানুষরা সাধারণত শান্তি প্রিয় ও আকর্ষণীয় স্বভাবের হয়ে থাকে। এরা যেকোনো কাজ করার আগে ভালো করে চিন্তা ভাবনা করে নেয়। এরা সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে পারে। অন্য মানুষকে সুখী করতে এরা যথাযত প্রয়াস করে।
আরো পড়ুন :- আর্থিক উন্নতি ও সৌভাগ্য ফেরাতে বাড়ির সদর দরজার দিকে ধ্যান দিন ! রইলো টিপস
কালো রংয়ের চোখ :- এই রংয়ের চোখের মানুষদের আপনি চোখ বুঝে বিশ্বাস করতে পারেন। এরা আপনার কথা গোপন রাখতে পারে। এরা দায়িত্ববান হয়ে থাকে ও বিশ্বস্ত প্রকৃতির হয়। ারা রাতের অন্ধকারের মতোই রহস্যে ভরা থাকে। এদের মনের অনুভূতি সহজে বোঝা যায় না। এরা কঠোর পরিশ্রমী হয়ে থাকেন।
খয়েরি রংয়ের চোখ :- এই রংয়ের চোখের মানুষদের সৌন্দর্য অনেক বেশি আকর্ষণ করে তবে এদের সম্পর্ক বেশিদিন স্থায়ী হয় না। এরা সাধারণত হাস্যউজ্জল হয়ে থাকেন। এরা সাহসী প্রকৃতির হয়ে থাকে , এরা গতানুগতিক প্রক্রিয়ায় সহজেই বিরক্ত হয়ে পরে। এরা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে।
সবুজ রংয়ের চোখ :- যাদের চোখের রং সবুজ তারা নিজের জীবনকে উপভোগ করতে জানেন। এরা খুবই বুদ্ধিমান ও উৎসুক প্রকৃতির হয়ে থাকে। এদের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা খুবই বেশি পরিমানে থাকে ফলে কোনো কথায় তাড়াতাড়ি হিংসাক্তক হয়ে পরে। এরা যেই কাজই করুন না কেনো তাতে প্রচুর পরিমানে মনোনিবেশ করে থাকে। এদের চেহারায় আকর্ষণ লুকিয়ে থাকে।
আরো পড়ুন :- বিবাহিত জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পেতে পালন করুন এই টোটকা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ শ্রী জয়দেব শাস্ত্রী
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন – Joydevsastri or 51kalibari
হস্তরেখা বিশারদ , ফেসরিডার , এছাড়া বিদ্যা , চাকরি , ব্যবসা, কর্ম , বিবাহ , প্রেম , বাস্তু , জটিল মামলা , স্বাস্থ্যে , শত্রু , অর্থনৈতিক সমস্যা , দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মধ্যমগ্রাম , বাদুরোড , সারদাপল্লি , ৫১ কালীবাড়ি , কোলকাতা।
জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে যোগাযোগ করতে পারেন।
ফোন – 9831498861 , 9830873691 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)