এই একটি ফুল বাড়িয়ে তুলবে আপনার যৌন ক্ষমতা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- শীত গিয়ে বসন্ত এসেছে। এই সময় মানুষে নানা ভাবে জ্বর , সর্দি , কাশিতে ভোগেন। কারণ ঋতু পরিবর্তন হয় এই সময় আর প্রতিবারই ঋতু পরিবর্তনে কিছু না কিছু সমস্যায় পড়েন মানুষ।

তবে বসন্তের আরাম টাই যেনো একটু আলাদা। এই সময় মানুষের উচিত নিজের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করার। বসন্তকে আবার প্রেমের মরশুম বলা হয়। এই প্রেমের মরশুমে প্রেমে ডুব দিতে কার না ইচ্ছে করে ! তবে সঠিক সময় যদি সঙ্গীর যৌন চাহিদা না জাগে তবে তো মহাবিপদ। তবে এর ও মোক্ষম ঔষধ এর কথা বলেছে গবেষকরা।

আরো পড়ুন :- মাথায় চুল ঝড়া ও টাকের সমস্যার দিন শেষ ! সমাধানের আশ্বাস জাপানের বিজ্ঞানীদের

প্রতি বছর বসন্ত আসার সাথে সাথে সজনে গাছে ফুল ধরে। অনেকেই সেই ফুলের বড়া খেয়ে থাকেন। প্রচলিত আছে বসন্তের শুরুতে যদি সজনের ফুলের বড়া খাওয়া যায় তবে পক্স ( বসন্ত ) রোগ হয় না। এই সজনের ফুল ছাড়াও সজনের ডাটা তরকারিতে খাওয়া হয়। সজনের ফুল , ডাটা ও এমনকি পাতা ও খুবই উপকারী। সজনের পাতা বিভিন্ন অনলাইন প্লাটফর্মে মরিঙ্গা পাউডার নামে বিক্রি করা হয়। এর থেকেই বুঝতে পারছেন সজনের পাতার ও কত গুন।

avilo digital marketing

তবে সজনের ফুল আপনার যৌন ক্ষমতাকে বাড়িয়ে তুলতে পারে। সজনে ফুল মানুষের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতে পারে। যৌন উত্তেজনা বৃদ্ধি করতে পারে এই সজনে ফুল। সজনে ফুল বীর্য শক্তিশালী করে ও বন্ধ্যাত্বের সমস্যা দূর করে সজনের ফুল।

আরো পড়ুন :- ঋতু পরিবর্তনে সর্দি-কাশির সমস্যা ! দেখুন সুস্থ থাকার ঘরোয়া টোটকা

এই ফুল কি ভাবে খাবেন :- সজনে ফুলের জুস করে খেতে হবে। সজনে ফুলের সাথে দুধ , এলাচ ও চিনি মিশিয়ে নিন। এবার এই সব উপাদান গুলিকে এক সাথে সিদ্ধ করে নিন। জুসটা যেন ঘন হয় তার দিকে খেয়াল রাখুন। এই জুস প্রতিদিন বিকাল বেলা পান করুন। নিয়মিত কয়েকদিন খাবার পরেই পার্থক্যে দেখতে পাবেন। যাদের সুগার ( ডায়াবেটিস ) আছে তারা চিনির পরিবর্তে গুড় দিয়ে খেতে পারেন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন