Bangla News Dunia, অজয় দাস :- চাণক্য একজন মহান কূটনৈতিক ছিলেন , এর পাশাপাশি তিনি রাজনৈতিক , শিক্ষাবিদ , ধার্মিক , অর্থনীতিবিদ এছাড়াও বিভিন্ন জ্ঞানের বিধবান ছিলেন। আচার্য চাণক্যের মতে কোনো মানুষ কোনো কাজ শুরু করার আগে কিছু কথা মাথায় রাখা উচিত। এছাড়া যত্ন সহকারে সফলতা না পাওয়া পর্যন্ত ওই কাজ চালিয়ে যাওয়া উচিত।
আচার্য চাণক্যের মৃত্যু হয়েছে কয়েকশো বছর হয়ে গেছে। কিন্তু তারা বলা কথা আজও একই ভাবে প্রাসঙ্গিক। পন্ডিত চাণক্যের মতে মানুষের কিছু বাজে অভ্যাস মানুষকে দরিদ্রতার দিকে ঠেলে দেয়। যেমন – যারা পরিষ্কার পরিছন্ন জামা কাপড় পড়েন না ও যারা নিজেদের বাড়ি পরিষ্কার রাখেন না মা লক্ষী তাদের কাছে আসেন না।
আরো পড়ুন :- রোজ প্রাণ খুলে হাসুন ! বাঁচুন নানা রোগ থেকে
যেই সব মানুষ অন্য মানুষের মনকে আঘাত দিয়ে কথা বলেন তারা মা লক্ষীর কৃপা পান না। যারা মুখ , দাঁত পরিষ্কার করেন না তাদের উপর মা লক্ষী রুষ্ট হন , ফলে সেই সব ব্যাক্তি আর্থিক অনটনে পড়েন। যেই সব মানুষরা প্রতারণা করে অর্থ উপার্জন করেন তাদের অর্থ দীর্ঘস্থায়ী হয় না। খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়।
যারা দরকারের বেশি খাবার খান তারা আর্থিক অনটনে পড়েন। যারা দিনের বেলায় ঘুমিয়ে থাকেন তারা মা লক্ষীর কৃপা পান না। এছাড়া যারা সূর্য ওঠার পরেও ঘুমিয়ে থাকেন তারা দরিদ্র হয়ে যান। মা লক্ষী ওই সকল লোকের উপর রাগান্বিত হন যার বক্তব্যে সংযম নেই ও লোককে কঠোর কথা বলেন।
আরো পড়ুন :- বর্তমান সময়ের একদম নতুন ব্যাবসায়ী আইডিয়া। যেটি করে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন।