Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- সকলের বাড়িতে ঠাকুর পুজো করা হয় কিন্তু সবার নিজের বাড়িতে আলাদা ভাবে ঠাকুর ঘর নেই। অনেকে বসবাসের ঘরেই ঠাকুর রাখেন। কিন্তু তবুও সঠিক দিকে মুখ করে ও কিছু নিয়ম মেনে ঠাকুরের পুজো করা উচিত।
প্রতিটি মানুষের বাড়ির সবচেয়ে পবিত্র স্থান হলো ঠাকুর ঘর। আর এই ঠাকুর ঘর পরিষ্কার পরিছন্ন রাখা উচিত। কারণ স্বয়ং দেবতা এই ঘরে বসবাস করেন। যদিও সারা পৃথিবী ঠাকুরের বসবাস স্থান তবুও নিজের ঠাকুর ঘরকে পরিষ্কার পরিছন্ন রাখা উচিত। ঠাকুর ঘর পরিষ্কার পরিছন্ন না রাখলে সেখানে নেগেটিভ শক্তির আবির্ভাব ঘটে। ফলে অশুভ শক্তিকে সংসার থেকে দূর করতে ঠাকুর ঘরের এই নিয়ম গুলো পালন করা উচিত।
আরো পড়ুন :- জানুন কিভাবে একটুকরো ফিটকারি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে
১. বাস্তু মতে ঠাকুর ঘর সাদা , নীল বা হলুদ রঙের করা উচিত। আর ঠাকুর ঘরের মেঝের রং করা উচিত সাদা।
২. বাথরুম বা রান্না ঘরের পাশে ঠাকুর ঘর করবেন না।
৩. ঠাকুর ঘরে জুতো বা চামড়ার কোনো জিনিস রাখবেন না।
৪. ঠাকুর ঘরে যখনই প্রদীপ জ্বালাবেন তখন তখন দক্ষিণ – পূর্ব কোন করে রাখবেন। ঠাকুরের প্রদীপ মাটিতে রাখবেন না।
৫. ঠাকুর ঘরে কাশি , ঘন্টা , শঙ্খ রাখবেন। প্রতিদিন পুজোর সময় বাজাবেন। এতে অশুভ শক্তির নাশ হয়।
৬. ঠাকুর ঘর এমন জায়গায় করবেন যেখানে সারা দিন আলো বাতাস ঠাকুর ঘরে প্রবেশ করতে পারে।
৭. ঠাকুর ঘরে ঠাকুর পূর্ব বা পশ্চিম দিকে মুখ করে রাখা উচিত।
৮. ঠাকুর ঘরে একই ঠাকুরের মূর্তি ও ছবি রাখবেন না। হয়তো মূর্তি রাখবেন নয়তো ছবি রাখবেন।
আরো পড়ুন :- এই চারটি গ্রহ ডিভোর্স ও ব্রেকআপ এর জন্য দায়ী , জানুন এর উপায়
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)