Bangla News Dunia, দীনেশ :- ১৯ ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে বিজেপি। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিজেপি ৪৮ বিধায়কের মধ্যে থেকে ১৫ জনের নাম বাছাই করেছে। শপথগ্রহণ হতে পারে ২০ ফেব্রুয়ারি।
মুখ্যমন্ত্রী পদে এগিয়ে রয়েছেন পারভেশ ভার্মা। তিনি আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে টানটান লড়াই শেষে নয়াদিল্লি আসনে পরাজিত করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, ‘জায়ান্ট কিলার’ পারভেশ মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার। পারভেশ বলছেন, ‘দলীয় হাইকমান্ড যা সিদ্ধান্ত নেবে, আমি তা খুশি মনে মেনে নেব।’
আরো পড়ুন :- যৌ’নতার সম্পর্ক না হওয়া পর্যন্ত পরপুরুষের সঙ্গে প্রেম পরকীয়া নয় !
আরও বেশকিছু নাম মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে উঠে এসেছে। তাঁরা হলেন দিল্লি বিজেপির প্রাক্তন প্রধান বিজেন্দর গুপ্ত, প্রবীণ বিজেপি নেতা সতীশ উপাধ্যায়, দিল্লি বিজেপির সাধারণ সম্পাদক আশিস সুদ, জিতেন্দ্র মহাজন প্রমুখ। শেষ পর্যন্ত দল কাকে মুখ্যমন্ত্রী পদে বসায়, সেটাই দেখার।
আরো পড়ুন :- ৫০ টাকার এই নোট থাকলেই পাবেন ৭ লক্ষ টাকা, জানুন কীভাবে বিক্রি করবেন
৭০ আসনের দিল্লি বিধানসভায় ৪৮টি আসনে জিতে ২৭ বছর পর রাজধানীতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। অন্যদিকে, আম আদমি পার্টি পেয়েছে ২২টি আসন।
আরো পড়ুন :- ‘দেশের শ্রমিকরা কাজ করতে চায় না’, ফের বিতর্কিত মন্তব্য L&T প্রধানের