Bangla News Dunia, দীনেশ :- ‘মহাকুম্ভ (Maha Kumbh 2025) এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে।’ রাজ্য বিধানসভায় মঙ্গলবার এমনই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি বলেন, ‘মহাকুম্ভকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু সব জায়গায় হাইপ তোলা হয়েছে। এত হাইপ তুলতে গেলেন কেন। এই সব সিরিয়াস প্রোগ্রামে হাইপ তুলতে নেই।’ প্ল্যানিং না করার জন্য এত মৃত্যু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
আরো পড়ুন :- 22 মার্চ থেকে শুরু IPL, প্রিয় দল KKR-এর ম্যাচ কবে কবে ? দেখে নিন তালিকা
মমতা জানান, বলা হচ্ছে, ৩০ জন মারা গিয়েছে? কত? হাজার হাজার। পবিত্র জল এখন বিষাক্ত হয়ে গিয়েছে। মৃতদেহ নিয়ে যাঁরা হাইপ তুলছেন আর কোটি কোটি টাকা কামাচ্ছেন তাদের আমি ঘৃণা করি।’ মহাকুম্ভের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। জানান, প্রপার প্ল্যানিং করতে হয়। মহাকুম্ভে এত লোক মারা গেল। কটা কমিশন করেছেন? রাজ্যের যাঁরা মারা গিয়েছেন তাঁদের ময়নাতদন্ত করে ডেথ সার্টিফিকেট না দেওয়ায় উত্তরপ্রদেশের যোগী সরকারকে (Yogi Government) আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের রাজ্যের যাঁরা মারা গিয়েছে তাঁদের ময়নাতদন্ত করে ডেথ সার্টিফিকেট দিয়েছি, এরপর তো বলবেন হার্ট অ্যাটাকে মারা গিয়েছে, যাতে ক্ষতিপূরণ দিতে না হয়।’
আরো পড়ুন :- গুগল অ্যাডসেন্স দিয়ে বাড়িতে বসেই অনলাইনে কিভাবে ইনকাম কলরবেন ? দেখে নিন
আরো পড়ুন :- রয়েছে বিশেষ ঔষধি গুণ, একবার এই ফসল চাষ করলেই লাখপতি হওয়া কনফার্ম