Bangla News Dunia, দীনেশ :- সন্ত্রাসযোগ প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন। মঙ্গলবার রাজ্য বিধানসভায় জবাবি ভাষণে এভাবেই গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন ভাষণের শুরুতে একাধিক বিষয় নিয়ে মুখ খোলেন মমতা। বিধানসভায় (WB Assembly) বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমার সাথে জঙ্গিদের যোগাযোগ বলে দিচ্ছেন। এর চেয়ে মৃত্যু ভালো।’
আরো পড়ুন :- রয়েছে বিশেষ ঔষধি গুণ, একবার এই ফসল চাষ করলেই লাখপতি হওয়া কনফার্ম
মমতার কথায়, ‘আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, আর মুসলিম লিগ করি। আমায় এসব শুনতে হবে এখন? জঙ্গিদের সঙ্গে সম্পর্ক? এর চেয়ে তো মৃত্যু ভালো।’ এরপর চ্যালেঞ্জের সুরে তিনি বললেন, ‘আপনি যদি প্রমাণ করতে পারেন তবে আমি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেব। আর এই কথা প্রধানমন্ত্রীকে আমি চিঠি দিয়ে জানাব।’
আরো পড়ুন :- গুগল অ্যাডসেন্স দিয়ে বাড়িতে বসেই অনলাইনে কিভাবে ইনকাম কলরবেন ? দেখে নিন
প্রসঙ্গত, গতকাল বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বিধানসভায় সাসপেন্ড হওয়ার পর রাজ্য সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলতে গিয়ে একাধিক অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা৷ এদিন জবাবি ভাষণ দিতে গিয়ে সেই সমস্ত অভিযোগের উত্তর দেন মমতা৷ এদিকে মমতার জবাবি ভাষণ বয়কট করে বিজেপির বাইরে ধর্নায় বসা ঘিরে এদিন উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা।
আরো পড়ুন :- 22 মার্চ থেকে শুরু IPL, প্রিয় দল KKR-এর ম্যাচ কবে কবে ? দেখে নিন তালিকা