Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাংলার হাত ধরে ভারত এবার জুড়ে যাচ্ছে এক ট্রেনহীন শহরের সঙ্গে। ভারতের যে কাউকে যদি সে শহরে আগামী দিনে রেলপথে পৌঁছতে হয় তাহলে তাঁকে বাংলা হয়েই যেতে হবে। মোট যাত্রাপথ অত্যন্ত দুর্গম। পাহাড়ি পথ, খাদ, নদী, পাহাড় পার করে পৌঁছতে হয়।
এখন সেখানে পৌঁছতে সড়কপথই ভরসা। এবার সেখানে রেলও পৌঁছতে চলেছে। এই দুর্গমকেও জয় করে রেলপথে জুড়ে যাচ্ছে দার্জিলিংয়ের সেবক ও সিকিমের রংপো। যেখানে রেল পৌঁছনো মানে গ্যাংটকের সঙ্গেও যোগাযোগ বৃদ্ধি।
এই যাত্রাপথ নেহাত সহজ হবেনা। রেলপথে এই ২টি স্থানকে জুড়তে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলকে যথেষ্ট দুর্গম পথ অতিক্রম করতে হচ্ছে। এই যাত্রাপথে ১৪টি সুড়ঙ্গ তৈরি হচ্ছে। এরমধ্যে সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ হচ্ছে ৫.৩ কিলোমিটারের।
আরও পড়ুন:- মানুষ থেকে কুকুর হয়েছিলেন, এখন সেটাই ব্যবসা তাঁর, ব্যাপারটা কি জানতে বিস্তারিত পড়ুন