Bangla News Dunia, বাপ্পাদিত্য:- যুবকের সঙ্গে সম্পর্ক নিয়ে আপত্তি জানিয়েছিল মহিলার পরিবার। ওই যুবতীর সম্প্রতি বিয়েও হয়। এটা জানার পরেই হতাশ হন ওই যুবক। তারপরেই ওই যুবতীকে ছুরি দিয়ে আঘাত করে খুন করেন তিনি। তবে ওই হত্যার পরে তাঁর পরিণতিও ভয়ঙ্কর হয়। বছর ২৩-এর যুবতীর পরিবারের লোকজন পিটিয়ে মারে ওই যুবককে। এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ওই যুবকের নাম রাহুল। বছর ২৭-এর ওই যুবক সেখানের সাবাদা গ্রামের বাসিন্দা। তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল নিকটবর্তী একটি গ্রামের ভিন জাতের ওই যুবতীর সঙ্গে। তবে, ওই যুবতীর সম্প্রতি বিয়ে হয়। এটা জানার পরেই হতাশ হন রাহুল।
পুলিশ জানিয়েছে, এই হতাশা থেকেই ওই যুবতীকে আক্রমণ করেন রাহুল। রবিবার রাতে তিনি ওই মহিলার বাড়িতে যান। সেখানেই তাঁকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন রাহুল। ওই যুবতী চিৎকার করতেই তাঁর পরিবারের লোকজন সেখানে আসে। তাঁরা রাহুলকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।
আরও পড়ুন:- মানুষ থেকে কুকুর হয়েছিলেন, এখন সেটাই ব্যবসা তাঁর, ব্যাপারটা কি জানতে বিস্তারিত পড়ুন
এই খবর পাওয়ার পরেই সেখানে যান পুলিশকর্মীরা। রাহুল এবং ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদেরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ জানিয়েছে, রাহুলের পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। ওই এফআইআরে অভিযুক্ত করা হয়েছে যুবতীর মা, বোন এবং কাকাকে। তাঁদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অন্য দিকে, ওই মহিলার পরিবারও রাহুলের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে।
বান্দার অতিরিক্ত পুলিশ সুপার শিব রাজ জানিয়েছেন, এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রাহুলের সঙ্গে ওই যুবতীর তিন বছরের সম্পর্ক ছিল। কিন্তু ভিন জাতের হওয়ায় সেই সম্পর্ক মেনে নেয়নি তাঁদের পরিবার। মাস ছয়েক আগে রাহুল কাজের জন্য মুম্বই এবং গোয়া গিয়েছিলেন । শনিবার ফিরে এসেই তাঁর প্রেমিকার বিয়ের খবর জানতে পারেন তিনি। তার পরেই তাঁদের বাড়িতে গিয়ে ছুরি দিয়ে তাঁকে হত্যা করেন রাহুল।