Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের সকল ডিগ্রি পাস করা চাকরি প্রার্থীদের জন্য সরকারি ব্যাংকে চাকরির দুর্দান্ত সুযোগ। ব্যাংক অফ বারোদার পক্ষথেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে প্রায় ৪ হাজারটি শূন্যপদে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। তাহলে এখানে যারা আবেদন করবেন তারা এই প্রবন্ধের মাধ্যমে জেনেনিন যোগ্যতা, বয়সসীমা, বেতনসীমা, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।
BOB Recruitment 2025: বিবরণ
খালিপদের নাম ও সংখ্যা: ব্যাংক অফ বারোদার পক্ষথেকে প্রকাশিত অ্যাপ্রেন্টিস পদে মোট ৪০০০ জন কর্মী নিয়োগ করা হবে। বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।
বেতনসীমা: চাকরি প্রার্থীদের এখানে মাসিক বেতন প্রদান করা হবে ১২,০০০/- থেকে ১৫,০০০/- টাকা।
যোগ্যতার মাপকাঠি
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ডিগ্রি অর্জন করতে হবে এবং রাজ্যের লোকাল ভাষা জানা থাকতে হবে।
বয়সসীমা: এখানে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। General, OBC, EWS, SC, ST ও PWBD প্রার্থীরা বয়সের ছাড় পাবে।
কিভাবে আবেদন করবেন
BOB Apprentice Recruitment 2025- এ আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সবার প্রথমে UCO Bank-এর অফিসিয়াল পোর্টালে (bankofbaroda.in) ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করবেন এবং প্রয়োজনীয় নথি গুলো সাইজ অনুসারে আপলোড করবেন। তারপর আবেদন মূল্য প্রদান করে সাবমিট বাটনে চাপ দিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে দিবেন।
আবেদন মূল্য: এখানে আবেদন করার জন্য General, OBC, EWS প্রার্থীরা ৮০০/- টাকা, SC, ST প্রার্থীরা ৬০০/- টাকা এবং PWBD প্রার্থীরা ৪০০/- টাকা আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে প্রদান করবেন।
আবেদন তারিখ: অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এবং আবেদন শেষ হবে ১১ মার্চ ২০২৫ তারিখে।
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারী যোগ্য প্রার্থীদের এখানে অনলাইন পরীক্ষা, ডকুমেন্ট যাচাইকরণ ও রাজ্যের স্থানীয় ভাষার পরীক্ষার মাধ্যমে চাকরির জন্য বাছাই করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | bankofbaroda.in |
আবেদন লিংক | Apply online |