২০২৫ সালে বেতন কতটা বাড়বে ভারতে? কোন সেক্টরে ইনক্রিমেন্ট হবে সবথেকে কম?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ২০২৫ সালে ভারতে স্যালারি ইনক্রিমেন্ট (বেতন বৃদ্ধি) হতে পারে ৯.২ শতাংশ হারে। প্রফেশনাল সার্ভিস ফার্ম Aon-এর সাম্প্রতিক সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থির পরিস্থিতি এবং গ্রোথ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারতে বেতন বৃদ্ধিতে তার প্রভাব খুব বেশি পড়বে না বলেই মত ওই সংস্থার। ২০২৪ সালে ভারতে গড় স্যালারি ইনক্রিমেন্ট ছিল ৯.৩ শতাংশ। গত বছরের থেকে সামান্য কমলেও বৃদ্ধির ধারা বজায় থাকবে বলেই উঠে এল এই রিপোর্টে। এ বছর বেতন বৃদ্ধির পূর্বাভাস দিলেও বেতন বৃদ্ধির হার কমার প্রবণতা ২০২২ সাল থেকেই অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ওই সংস্থা।

এ বছর ভারতে বেতন বৃদ্ধি নিয়ে আশার কথা শোনালেও, সব সেক্টরে একই হারে বেতন বৃদ্ধি হবে, এমন নয়। কোন সেক্টরে কেমন স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে, তার বিস্তারিত দেওয়া হয়েছে ওই রিপোর্টে। তাতে দেখা গিয়েছে ইঞ্জিনিয়ারিং ডিজ়াইন সার্ভিস, অটোমোবাইল বা ভেহিক্যাল ম্যানুফ্যাকচারিং সেক্টরে বেতন বৃদ্ধি হতে পারে সবথেকে বেশি (১০.২%)। নন ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানি (NBFC), রিটেল, ই-কমার্স ক্ষেত্রে বেতন বৃদ্ধি মোটের উপর ভালো হতে পারে। যদিও টেকনোলজি কনসাল্টিং সার্ভিসে বেতন বৃদ্ধি হতে পারে সবচেয়ে কম (৭.৭%)।

বেতন বৃদ্ধির প্রসঙ্গে ওই সংস্থার কনসালট্যান্ট রূপাঙ্ক চৌধরি বলেছেন, ‘আন্তর্জাতিক অনিশ্চয়তা সত্ত্বেও ভারতের অর্থনৈতিক সম্ভাবনা স্থিতিশীল থাকবে। গ্রামীণ এলাকার চাহিদা বৃদ্ধি এবং প্রাইভেট কনজ়াম্পশন বজায় থাকার জন্য তা হবে। তবে স্যালারি বৃদ্ধির হার দিনে দিনে কম হওয়ার পিছনে একাধিক ফ্যাক্টর রয়েছে। মার্কিন ট্রেড পলিসি, মধ্য প্রাচ্য এবং ইউক্রেনে যুদ্ধ, ঝড়ের গতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানের মতো বিষয় যার মধ্যে অন্যতম।’

সংস্থা ছেড়ে কর্মীদের বেরিয়ে যাওয়ার প্রবণতা গত বছরগুলির তুলনায় ২০২৪ সালে কমেছে বলে উঠে এসেছে রিপোর্টে। ২০২৪ সালে অ্যাট্রিশন রেট কমে হয়েছে ১৭.৭ শতাংশ। ২০২৩ এবং ২০২২ সালে তা ছিল যথাক্রমে ১৮.৩ এবং ২১.৪ শতাংশ।

আরও পড়ুন:- সূর্য রহস্যের অজানা জট খুললেন ভারতীয় বিজ্ঞানীরা

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন