মহাকাশচারীদের মূত্র পান করতে হয় কেন? জানলে চমকে উঠবেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) থাকা মহাকাশচারীরা নিজেদের মূত্র পরিশোধন করে পান করেন। জানুন এর কারণ!

পৃথিবী থেকে মহাকাশে জল পাঠানো ব্যয়বহুল। প্রতি লিটার জল পাঠাতে প্রায় ৪৮,০০০ ডলার খরচ হয়!

বিশেষ সিস্টে

  • 3/10

 

মহাকাশে জলের অপচয় রোধে ISS-এ একটি বিশেষ সিস্টেম আছে যা মূত্র ও ঘামের জল পরিশোধন করে।

Water Recovery System

  • 4/10

 

ISS-এর Water Recovery System (WRS) মূত্র থেকে জল আলাদা করে একাধিক ধাপে পরিশোধন করে।

ফিল্টারের মাধ্যমে ছেঁকে

  • 5/10

 

মহাকাশচারীরা টয়লেটে নির্দিষ্ট স্থানে মূত্র ত্যাগ করেন। প্রথমেই মূত্রকে প্রথমে ফিল্টারের মাধ্যমে ছেঁকে কঠিন পদার্থ আলাদা করা হয়।

ডিস্টিল করা হয়

  • 6/10

 

বিশেষ মেশিনে মূত্রকে গরম করে বাষ্পে পরিণত করা হয়। সহজ ভাষায়, ডিস্টিল করা হয়। যাতে বিশুদ্ধ জল আলাদা হয়।

UV রে দিয়ে

  • 7/10

 

এরপর অতিবেগুনি রশ্মি বা UV রে দিয়ে জীবাণু ধ্বংস করা হয়। এর ফলে সেই জল সম্পূর্ণ নিরাপদ হয়।

বিশুদ্ধ পানীয় জলের থেকেও পরিষ্কার

  • 8/10

 

মূত্র পান শুনে হয় তো ঘেন্না লাগছে। কিন্তু, NASA বলছে, এই জল পৃথিবীর যেকোনও বিশুদ্ধ পানীয় জলের থেকেও পরিষ্কার।

খরচ ও জ্বালানি বাঁচে

  • 9/10

 

কিন্তু এতকিছু করে লাভ কী? এই পদ্ধতিতে জল পুনর্ব্যবহার করা যায়, ফলে মহাকাশযানে কম জল পাঠাতে হয়, যা খরচ ও জ্বালানি বাঁচায়।

এই প্রযুক্তি কাজে লাগবে

  • 10/10

 

ভবিষ্যতে চাঁদ বা মঙ্গলের বেসেও গিয়ে মানুষ থাকলে, সেখানেও এই প্রযুক্তি কাজে লাগবে। দীর্ঘ কয়েক মাস জুড়ে মহাকাশযাত্রার সময়েও এই পদ্ধতিতে মূত্র ফিল্টার করে ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন:- ভারতের ইউটিউব রাজধানী বলেই বিখ্যাত, কীভাবে মিলল এই তকমা ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন