Bangla News Dunia, Pallab : মাঘ পেরিয়ে সবে পড়েছে ফাল্গুন মাস। একের পর এক বিয়ের মরশুম যেন এখন উপচে পড়েছে। কিন্তু বিয়ের মরশুমে আনন্দের বদলে এখন শুধুই মন খারাপ। ভাবছেন নিশ্চয়ই কেন? আসলে এই দুঃখের মূল কারণ হল সোনা। যে হারে সোনার দাম (Gold Price) চড়চড়িয়ে বাড়ছে তাতে রীতিমত মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের। গত কয়েক মাস ধরে কিছুতেই কমছে না সোনার দাম। এদিকে ফেব্রুয়ারি মাস প্রায় শেষের পথে।
আরও পড়ুন : নারী দিবসের আগে মহিলাদের অ্য়াকাউন্টে 2500 টাকা, জানতে পড়ুন বিস্তারিত
তবে সোনার দাম ঊর্ধ্বমুখী হলেও সামান্য হলেও কমেছে রুপোর দাম। অর্থাৎ একদিক থেকে খানিকটা স্বস্তি মিলেছে নিম্ন মধ্যবিত্তদের। কিন্তু যাদের সামনেই বিয়ের অনুষ্ঠান এবং যাঁদের সোনার গহনা কেনার পরিকল্পনা রয়েছে, তাদের এখন বেশ চাপের মধ্যেই থাকতে হবে। কারণ গহনা কিনতে খরচ পড়বে অনেকটাই। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়া যাক সোনার কেমন দাম হয়েছে আজ।
আরও পড়ুন : হিন্দুত্ব নিয়ে মুখ্যমন্ত্রী মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর
লক্ষ্মীবারে কতটা বাড়ল সোনার দাম?
আজ অর্থাৎ বৃহস্পতিবার, লক্ষ্মীবারে ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ৭০ টাকা। এবং ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮০ হাজার ৭০০ টাকা। অন্যদিকে ১০০ গ্রাম সোনার দাম পড়েছে ৮ লক্ষ ৭ হাজার টাকা। অর্থাৎ একদিনেই সোনার দাম ৩৫০০ টাকা দাম বেড়েছে। পাশাপাশি ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম হয়েছে ৮ হাজার ৮০৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ৮৮ হাজার ৪০ টাকা। অন্যদিকে ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৮ লক্ষ ৮০ হাজার ৪০০ টাকা। অর্থাৎ একদিনে ৩৯০০ টাকা দাম বেড়েছে।
রুপোর দামে কতটা স্বস্তি?
তবে শুধু ২২ ও ২৪ ক্যারেটের সোনার গয়না নয়, দাম বেড়েছে ১৮ ক্যারেটের সোনার দামও। ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম হয়েছে ৬ হাজার ৬০৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ৬৬ হাজার ৩০ টাকা। এবং ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৬ লক্ষ ৬০ হাজার ৩০০ টাকা। অর্থাৎ একদিনে ২৯০০ টাকা দাম বেড়েছে ১৮ ক্যারেটের সোনার দাম। তবে সোনার দাম বাড়লেও, রুপোর দাম কমেছে খানিক। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১০ হাজার ৪০ টাকা। ১ কেজি রুপোর দাম পড়বে ১ লক্ষ ৪০০ টাকা। অর্থাৎ একদিনে রুপোর দাম ১০০ টাকা কমেছে।