Bangla News Dunia, দীনেশ : এবার নতুন ইতিহাস গড়তে চলেছে ভারত। প্রযুক্তির জগতে আরো একধাপ এগোচ্ছে আমাদের দেশ। আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসেই ভারতের মাটিতে তৈরি হবে প্রথম সেমিকন্ডাক্টর চিফ। এটি বাজারে আসতে চলেছে খুব তাড়াতাড়িই।
এই ঐতিহাসিক প্রকল্পের মূল কারিগর হল টাটা ইলেকট্রনিক্স, যারা পাওয়ার চিপ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে গুজরাটের ধলেরাতে প্রথম সেমিকন্ডাক্টর স্থাপন করেছে। সম্প্রতি তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই তথ্য দিয়েছেন।
ভারতের প্রযুক্তি বিপ্লব
প্রাথমিকভাবে ২০২৬ সালের মধ্যে সেমিকন্ডাক্টর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ভারত। কিন্তু অশ্বিনী বৈষ্ণবের সাম্প্রতিক ঘটনায় স্পষ্ট হয়ে গেছে যে, এক বছর আগেই মেড ইন ইন্ডিয়া চিপ উৎপাদন শুরু করে দিয়েছে। এর ফলে ভারত প্রযুক্তির ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি বৈশ্বিক বাজারেও প্রতিযোগিতামূলক অবস্থান আরো শক্তিশালী হবে।
আরও পড়ুন:- মানুষ থেকে কুকুর হয়েছিলেন, এখন সেটাই ব্যবসা তাঁর, ব্যাপারটা কি জানতে বিস্তারিত পড়ুন
টাটা গ্রুপের বিপুল বিনিয়োগ
ভারতের প্রথম মেগা সেমিকন্ডাক্টর প্লান্ট নির্মাণের জন্য টাটা গ্রুপ ৯১ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছিল। গুজরাটের ধলেরা-তে ১৬০ একর জমিতে এই প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে এই প্রকল্পের ৭০ শতাংশ ভর্তুকি প্রদান করেছে, যাতে এটি ভারতের অন্যতম প্রধান সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।
এই উদ্যোগের ফলে প্রায় ২০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে, যা ভারতের অর্থনীতিকে আরো চাঙ্গা করতে সাহায্য করবে। পাশাপাশি তাইওয়ানের PSMC-এর সঙ্গে টাটার এই অংশীদারিত্ব উন্নত প্রযুক্তি এবং দক্ষতা আদান-প্রদানে সাহায্য করবে।
আরও পড়ুন:- সূর্য রহস্যের অজানা জট খুললেন ভারতীয় বিজ্ঞানীরা
গ্যালিয়াম নাইট্রাইড নিয়ে গবেষণায় নতুন পদক্ষেপ
সরকার বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সকে (IISc) গ্যালিয়াম নাইট্রাইড প্রযুক্তি উন্নয়নের জন্য আরও ৩৩৪ কোটি টাকা অনুমোদন করেছে। গ্যালিয়াম নাইট্রাইড হল এক অত্যাধুনিক প্রযুক্তি, যা টেলিকম এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। এই গবেষণা সফল হলে ভারত নিজে সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে আরো আত্মনির্ভর হয়ে উঠবে বলে আশা করছে বিশেষজ্ঞরা।
আরো পড়ুন : ভারতে প্রথম, এবার রাস্তায় চলবে ট্রেন ! উদ্বোধন করলেন নীতিন গড়করি
ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা
বিশ্বের অন্যতম প্রযুক্তি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে ওঠার উদ্দেশ্যে ভারত সেমিকন্ডাক্টর শিল্পে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে চাইছে। বিশেষজ্ঞদের মতে, টাটা গ্রুপের এই বিশাল বিনিয়োগ এবং সরকারের পরিকল্পিত নীতিগুলি যদি সফল হয়, তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই ভারত বৈশ্বিক বাজারে গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে যাবে।