অর্থ দফতর নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী, আর কে কোন দফতর পেলেন দেখুন…

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দিল্লির রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। ২৬ বছর পর আবারও রাজধানীর মসনদে ফিরল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২০ ফেব্রুয়ারি, রামলীলা ময়দানে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন রেখা গুপ্তা। দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ইতিহাস রচনা করলেন। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জে.পি. নাড্ডাসহ অন্যান্য বিশিষ্ট নেতা ও অতিথিরা।

বিভাগীয় দায়িত্ব: কে পেলেন কোন দফতর?
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নিজের হাতে রেখেছেন সাধারণ প্রশাসন, পরিষেবা, অর্থ, রাজস্ব, নারী ও শিশুকল্যাণ, ভূমি ও ভবন, জনসংযোগ, সতর্কতা এবং প্রশাসনিক সংস্কার দপ্তর। এছাড়া, তিনি গুরুত্বপূর্ণ অর্থ দপ্তরেরও দায়িত্ব গ্রহণ করেছেন।

আরও পড়ুন:- মহিলাদের জন্য সেরা 5 অনলাইন কোর্স। বাড়ি বসে শিখে প্রতিমাসে হাজার হাজার টাকা রোজগার করুন

গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত বিধায়করা:

আশিস সুদ: স্বরাষ্ট্র, বিদ্যুৎ, নগরোন্নয়ন, শিক্ষা, উচ্চশিক্ষা, প্রযুক্তিগত শিক্ষা ও প্রশিক্ষণ।

প্রবেশ বর্মা: জনকল্যাণ বিভাগ (PWD), আইনসভার বিষয়ক দপ্তর, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ, জলসম্পদ, গুরুদ্বার নির্বাচন।

মনজিন্দর সিং সিরসা: শিল্প, খাদ্য ও নাগরিক সরবরাহ, বন ও পরিবেশ, পরিকল্পনা বিভাগ।

রবীন্দ্র সিং ইন্দ্রজ: সমাজকল্যাণ, অনগ্রসর শ্রেণি ও তফসিলি জাতি/জনজাতি কল্যাণ, সমবায় দপ্তর।

কপিল মিশ্রা: আইন ও বিচার, শ্রম ও কর্মসংস্থান, উন্নয়ন, শিল্প-সংস্কৃতি, ভাষা ও পর্যটন।

ডাঃ পঙ্কজ কুমার সিং: স্বাস্থ্য, পরিবহণ ও তথ্যপ্রযুক্তি।

প্রসঙ্গত, ডাক্তার পঙ্কজ সিং নিজেও একজন চিকিৎসক, ফলে স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব তাঁর হাতে যাওয়াকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিজেপির ঐতিহাসিক বিজয় ও দিল্লিতে ক্ষমতার পরিবর্তন
৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি ৭০টির মধ্যে ৪৮টি আসনে জয়ী হয়ে দশ বছরের আম আদমি পার্টির (AAP) শাসনের অবসান ঘটায়। ১৯৯৩-১৯৯৮ সাল পর্যন্ত দিল্লিতে বিজেপি সরকার ছিল, তখন তিনবার মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়— মদনলাল খুরানা, সাহিব সিং ভার্মা (প্রবেশ ভার্মার পিতা) এবং শেষবার সুষমা স্বরাজ মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবার বিজেপির প্রত্যাবর্তনের মাধ্যমে দিল্লির রাজনৈতিক পরিসরে নতুন দিগন্তের সূচনা হল।

আরও পড়ুন:- আঙুর শুধু জলে ধুলেই হয় না, ৩ উপায়ে পরিষ্কার না করলে মারণ রোগের বাসা বাঁধবে

আরও পড়ুন:- রেখা গুপ্তা কে? কেন তাঁকে দিল্লির মুখ্যমন্ত্রী করল BJP?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন