উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে যুক্ত হল আরও 5টি বিষয় !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : এবার উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে যুক্ত হল আরও বেশ কিছু বিষয়। 2025-26 শিক্ষাবর্ষ থেকে যুক্ত হল পাঁচটি নতুন বিষয় গুলো। সম্প্রতি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন বিষয় গুলির সম্পর্কে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুন : টাটার হাত ধরে ভারতে বিপ্লব ঘটাচ্ছে মোদী সরকার, বিশ্বের ১ নম্বর দেশ হবে এবার ভারত

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সাইন্স, এনভারমেন্টাল সাইন্স, ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার, বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিসটিক, বিজনেস ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সাইন্স। এবার উচ্চমাধ্যমিক স্তরে নতুন শিক্ষাবর্ষ থেকে এই বিষয়গুলি পড়ার সুযোগ পাবে পড়ুয়ারা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সাইন্স বিষয়টি নতুন নয়। আগের বছর থেকেই এ বিষয়টি শুরু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে এবারে দু’টি বিষয়কে এক করে দেওয়া হল।

আরও পড়ুন : নারী দিবসের আগে মহিলাদের অ্য়াকাউন্টে 2500 টাকা, জানতে পড়ুন বিস্তারিত

তবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নতুন এই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে কোথায় এই বিষয়গুলি পড়ানো হবে সে বিষয়ক সবিস্তারে জানিয়ে দেন। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী যেই সমস্ত স্কুলে বায়োলজিক্যাল সাইন্স বিষয়টি পড়ানো হয়, তাদের স্কুলেই পড়ানো হবে ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার। এমনকি ওই বিষয়ের শিক্ষক শিক্ষারাই এ বিষয়টি পড়াবেন। পাশাপাশি স্কুলেই পড়ানো হবে এনভারমেন্টাল সাইন্স। অন্যদিকে যে সমস্ত স্কুলে অঙ্ক রয়েছে সেখানে পড়ানো হবে বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিসটিক, বিজনেস ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সাইন্স। তার সঙ্গে স্কুলে কম্পিউটার থাকা বাধ্যতামূলক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্সের জন্য।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন