খুশির খবর! পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিল কমছে? কারেন্ট বিল নিয়ে নতুন পদক্ষেপ সরকারের। কীভাবে সুবিধা পাবেন ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিল (Electricity Bill) কমতে চলেছে আগামীদিনে! এমনটাই খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। রাজ্য সরকার রাজ্যের জন সাধারণের জন্য একের পর এক অভিনব প্রকল্পের সূচনা করে চলেছেন, যেই গুলির মাধ্যমে রাজ্যের জন সাধারণ অনেকেই আর্থিক সহায়তা পাচ্ছেন। সম্প্রতি রাজ্য সরকার যে বাজেট পেশ করেছেন, তাতে বিদ্যুৎ উৎপাদনের উপর আরো বেশি জোর দেওয়ার কথা বলা হয়েছে।

পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিল কমানোর নতুন সিদ্ধান্ত!

বিদ্যুৎ উৎপাদনের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যকে স্বনির্ভর হওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে এই বাজেটে। বর্তমান সময়ে বিদ্যুতের যে হার দাম বাড়ছে যার ফলে মধ্যবিত্তদের পকেটে অনেক চাপ পড়ছে, এই জন্য বিদ্যুতের ঘাটতি মেটাতে পশ্চিমবঙ্গের মধ্যেই বিদ্যুৎ উৎপাদনের উপর জোর দেওয়া হচ্ছে, যাতে বিদ্যুতের ঘাটতি মেটানো সম্ভব হয় এবং এর ফলে বিদ্যুতের দাম অনেকটাই কম হবে, যার ফলে উপকৃত হবেন সাধারন মানুষজন।

How to Reduce Electric Bill

পশ্চিমবঙ্গের রাজ্যের অবস্থিত দেউচা পাচামি কয়লা খনি থেকে বিদ্যুত উৎপাদন করার পরিকল্পনা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেউচা পাচামি বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা খনি। এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, ভারতের অর্থনীতিতেও প্রভাব ফেলবে। জানা গিয়েছে, এই কয়লা খনিতে বিশাল পরিমাণ কয়লা মজুত রয়েছে, যে গুলোকে উৎপাদনের মাধ্যমে এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে অনেক বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, যার ফলে রাজ্যের বিদ্যুৎ ঘাটতি কমবে।

আরও পড়ুন:- ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা দেবেন? প্রস্তুতি শুরু করার আগে জেনে নিন এই টিপসগুলি। পরীক্ষা দিয়ে আপনিও পাবেন স্বপ্নের কলেজ

বিদ্যুৎ বিল কমানোর নতুন পদক্ষেপ পশ্চিমবঙ্গে

  • রাজ্যের বিদ্যুৎ উৎপাদনের খরচ কমবে
  • বিদ্যুতের দাম কমতে পারে
  • শিল্প বিকাশের নতুন দরজার উন্মোচন ঘটবে
  • স্থানীয় কর্মসংস্থান বাড়বে, ফলে বেকারত্বের হার কমবে

বর্তমানে বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করেন বেসরকারি সংস্থা গুলি, এর ফলে বিদ্যুতের দাম কম হওয়ার জন্য কোন পদক্ষেপ নিতে পারে না রাজ্য সরকার। রাজ্যের মধ্যে যদি এই রকম একটি কয়লা খনি থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয় তাহলে বিদ্যুতের দাম নিয়ন্ত্রণে হাত থাকবে রাজ্য সরকারের, যেখানে সাধারণ মানুষ অনেক উপকারে আসবে। জানা গিয়েছে, দেউচা পাচামি কয়লা খনিতে যে পরিমাণ কয়লা মজুদ রয়েছে।

Government of West Bengal

তার থেকে আগামী ১০০ বছর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেষ্ট হতে পারে। বিদ্যুৎ বেশি উৎপাদন হওয়ার ফলে বর্তমান সময়ে যে ঘন ঘন লোডশেডিং বা বিদ্যুতের দাম বৃদ্ধির মতন সমস্যা দেখা যায় তার অনেকটাই সুরাহা হবে।নতুন শিল্প সংস্থানের সম্ভাবনা বাড়বে, ফলে বেকারত্বের হার কমবে। বর্তমান সময়ে দাঁড়িয়ে শিল্প সংস্থানের অভাবের জন্য ঘরে ঘরে বেকারত্বের হার বেড়েছে। রাজ্য সরকারের মতে, দেউচা পাচামি প্রকল্প বিদ্যুৎ উৎপাদন ছাড়াও কর্মসংস্থানের এক নতুন দরজা খুলে দেবে, যেখানে প্রায় এক লাখের থেকেও বেশি মানুষের কর্মসংস্থান ঘটবে।

কিন্তু এরই সঙ্গে পরিবেশগত ভারসাম্য বজায় রাখা, জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা, প্রকল্পের দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা দিকে নজর রাখতে হবে। যদিও সরকার জানিয়েছেন, এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামী দিনে পরিকল্পনামাফিক কাজ হবে এবং বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া সহজতর হয়ে যাবে। এই পরিকল্পনা বাস্তবায়ন ঘটলে বিদ্যুতের উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে, তার ফলে বিদ্যুতের খরচ কমবে এর সাথে কর্মসংস্থানের সম্ভাবনা বৃদ্ধি হবে, যার ফলে বেকারত্বের হার কমবে, সর্বোপরি রাজ্যের সর্বাঙ্গিক উন্নয়ন ঘটবে এ প্রকল্পের বাস্তবায়ন হলে।

অন্যদিকে, রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য যাতে কারেন্ট বিলে ছাড় দেওয়ার জন্য হাসির আলো নামক একটি প্রকল্পের সূচনা করেছে সরকার। এই প্রকল্পের অন্তর্ভুক্ত যারা রয়েছেন তাদের জন্য ১০০ শতাংশ ছাড় দেওয়া হয়। আপনি যদি ০.৩ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন গৃহস্থ বিদ্যুতের খরচ ৭৫ ইউনিট, তাহলে দিতে হবে না অর্থাৎ ৭৫ Unit পর্যন্ত বিদ্যুতের বিলে একশো শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রাজ্য সরকার।

আরও পড়ুন:- ফ্যাক্ট চেক: জুলাই-অগস্টে বাংলাদেশে কোনও সাম্প্রদায়িক হিংসা বা হত্যা হয়নি বলে জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জ?

আরও পড়ুন:- পৃথিবীতে কত মানুষ বাংলায় কথা বলেন? ভাষা দিবসে আশ্চর্যজনক তথ্য

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন