ফের কাকাবাবু হয়ে পর্দায় ফিরছেন প্রসেনজিৎ! রইলো বিস্তারিত তথ্য

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বড় খবর টলিউডে। ফের কাকাবাবু হয়ে পর্দায় ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। ৩ বছর পর ফের আসছে ‘কাকাবাবু’ ফ্রাঞ্চাইজির নতুন গল্প। তবে এবার ‘ক্যাপ্টেইন দ্য শিপ’ অর্থাৎ পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নয়। কাকাবাবুর গল্প আর পরিচালনা করতে চান না, সৃজিত তা ঘোষণা করেছেন। এই গুরু দায়িত্ব এবার পড়েছে চন্দ্রাশিস রায়ের কাঁধে। শুক্রবার সুসম্পন্ন হল ছবির শুভ মহরৎ।

এসভিএফ ও এনআইডিয়াজ অ্যান্ড প্রোডাকশনসের যৌথ প্রযোজনায় আসছে ‘কাকাবাবু’ ফ্রাঞ্চাইজির নতুন গল্প ‘বিজয়নগরের হীরে’। সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Gangopadhyay) কাকাবাবু সমগ্রতে (Kakababur Samagra) কাকাবাবুর যে সব গল্প আছে, তার মধ্যে ‘বিজয়নগরের হীরে’ (Vijaynagar’er Hirey) অন্যতম। কাকাবাবু আর সন্তুর অ্যাডভেঞ্চারের আরও একবার ফুটে উঠবে বড় পর্দায়। ছবিতেও কাকাবাবু অথাৎ রাজা রায়চৌধুরী-র চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সন্তু চরিত্রে এবার আর দেখা যাবে তা আরিয়ান ভৌমিককে। এই চরিত্রে এবার দেখা যাবে অর্ঘ্য বসু রায়কে।

এর আগে সৃজিতের পরিচালনায় কাকাবাবু সিরিজের তিনটি ছবি রুপোলী পর্দায় মুক্তি পেয়েছিল। ২০১৩ সালে ‘মিশর রহস্য’ এবং ২০১৭ সালে ইয়েতি অভিযান’ তৈরি করেছিলেন পরিচালক। এর প্রায় বছর পাঁচেক পর মুক্তি পেয়েছিল ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’।  এই ছবিটি বাংলার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পায়। অনেকেই অপেক্ষায় ছিলেন কবে ফের কাকাবাবুর গল্প আসবে। এবার সকলের সেই অপেক্ষার অবসান।

আরও পড়ুন:- ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা দেবেন? প্রস্তুতি শুরু করার আগে জেনে নিন এই টিপসগুলি। পরীক্ষা দিয়ে আপনিও পাবেন স্বপ্নের কলেজ

 

 

Kakababu Vijaynagar’er Hirey

প্রসঙ্গত, বছরের পর বছর ধরে দর্শকদের মনের একেবারে কাছেই রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গ্রাম- মফস্বল হোক কিংবা শহরতলি, সর্বত্র তাঁর বিপুল সংখ্যক অনুগামীরা রয়েছে।  টলিউড সুপারস্টারের সর্বশেষ ছবি ‘অযোগ্য’-র বক্স অফিস কালেকশন ভাল। গত বছর, দুটি হিন্দি ওয়েব সিরিজের মধ্যমে সকলের মন জয় করেছেন আবারও। ‘জুবিলি’ এবং ‘স্কুপ’-এ প্রসেনজিতের কাজ যথেষ্ট প্রশংসিত। টলিউড- বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই এই মুহূর্তে কাজ নিয়ে ব্যস্ত তিনি। মায়ানগরীতে যাতায়াত লেগেই থাকে। এই মুহূর্তে ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপটার’ সিরিজের প্রচারে ব্যস্ত প্রসেনজিৎ।

 

Kakababu Vijaynagar’er Hirey

এছাড়াও এবছরই মুক্তি পাবে ‘দেবী চৌধুরানী’। বহু প্রতীক্ষিত এই ছবিতে ভবানী পাঠক রূপে দেখা যাবে অভিনেতাকে। এই মুহূর্তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ঝুলিতে বেশ কয়েকটি কাজ আছে। এবছর পুজোতে ফের জুটিতে দেখা যেতে পারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যকে। রাহুল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে ওয়ার্কিং টাইটেল- ‘প্রোডাকশন নম্বর: ১৭১’। এসভিএফ-র ব্যানারে আসছে এই নতুন থ্রিলার ঘরানার ছবি। শোনা যাচ্ছে, একটি দক্ষিণী ছবির থেকে  অনুপ্রেরণা নিয়েই বাংলা ছবিটি তৈরি হবে

আরও পড়ুন:- ফ্যাক্ট চেক: জুলাই-অগস্টে বাংলাদেশে কোনও সাম্প্রদায়িক হিংসা বা হত্যা হয়নি বলে জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জ?

আরও পড়ুন:- পৃথিবীতে কত মানুষ বাংলায় কথা বলেন? ভাষা দিবসে আশ্চর্যজনক তথ্য

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন