Bangla News Dunia, Pallab : বর্ধমান থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলাম, বাইকের স্পিডও খুব একটা বেশি ছিল না। দুর্গাপুর হাইওয়ে এক্সপ্রেস রোডে (Durgapur Expressway) তখন গতি বাড়িয়ে একে অপরের সাথে রেষারেষিতে ব্যস্ত 10-12 পেয়ো (চাকা) লরি গুলি। এমন সময়ে কী যেন একটা উড়ে এসেছে চোখে! ঠিক ঠাহর করতে না পারায় বাইকের হ্যান্ডেলটা শক্ত করে ধরেছি এমন সময়ে দ্রুত গতিতে ছুটে আসা একটি লরি একেবারে আমাকে চেপে দিয়ে বেরিয়ে গেল। আরেকটু হলেই পাশের জঙ্গলে গিয়ে পড়তাম। তবে সৌভাগ্য যে, তেমনটা হয়নি।
আরও পড়ুন : টাটার হাত ধরে ভারতে বিপ্লব ঘটাচ্ছে মোদী সরকার, বিশ্বের ১ নম্বর দেশ হবে এবার ভারত
কোনও মতে নিজেকে সামলে বাড়ি ফিরি। সম্প্রতি সংবাদ মাধ্যমের পাতায় চোখে পড়ল ঠিক একই ঘটনা। তবে এবার নাকি দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। দাদার গাড়িকেও একই ভাবে চেপে দিয়ে বেড়িয়ে গেছে একটি লরি। খবরটা ভাল করে পড়তেই জানলাম, ঘটনাটি ঘটেছে দাঁতনপুর নামক একটি জায়গায়। তবে কোনও মতে ড্রাইভারের কৃপায় রক্ষা পেয়েছে দাদার কনভয়।
আরও পড়ুন : নারী দিবসের আগে মহিলাদের অ্য়াকাউন্টে 2500 টাকা, জানতে পড়ুন বিস্তারিত
প্রাণে বেঁচেছেন সৌরভ
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করছে, বৃহস্পতিবার বর্ধমানের একটি অনুষ্ঠানে আমন্ত্রিত থাকায় সেই উদ্দেশ্যেই রওনা দিয়েছিলেন মহারাজ। দুর্গাপুর হাইওয়ে এক্সপ্রেস রোডে দাদার রেঞ্জ রোভার গাড়িটিকে স্কোয়াড করে নিয়ে যাচ্ছিল নিরাপত্তা রক্ষী ও পুলিশ কর্মীরা। জানা যায়, কয়েক পশলা বৃষ্টিও হচ্ছিল সেই সময়। আচমকা গতি বাড়িয়ে সৌরভ গাঙ্গুলীর কনভয়ের একেবারে কাছে চলে আসে একটি লরি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের গাড়ির কাছে পৌঁছতেই ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কিনা জানিনা মহারাজের গাড়িটিকে চেপে দিয়ে বেরিয়ে যান লরির চালক।
সূত্র বলছে, পরিস্থিতি সামাল দিতে কোনও মতে ব্রেক কষেন সৌরভের ড্রাইভার। রক্ষা পান দাদাগিরির সঞ্চালক। তবে অস্বস্তির বিষয়, সৌরভের গাড়িটি আচমকা দাঁড়িয়ে যাওয়ায় কনভয়ের বাকি গাড়িগুলিও একে অপরকে ধাক্কা মারে। সৌরভ গাঙ্গুলীর পিছনের গাড়িটিও গতি সামলাতে না পেরে মহারাজের গাড়িতে ধাক্কা মেরেছিল। তবে রিপোর্ট বলছে, দুর্গাপুর হাইওয়ে এক্সপ্রেস রোডের দুর্ঘটনায় আহত হননি কেউই। যদিও সৌরভের নিরাপত্তা রক্ষীরা দাবি করেছেন, লরিটি দাদার গাড়িকে একেবারে চেপেই দিয়েছিল। তবে ভাল মানের রেঞ্জ রোভার হওয়ায় কোনও বড়সড় দুর্ঘটনা ঘটেনি।