Bangla News Dunia, বাপ্পাদিত্য:- 2011 সালে ক্ষমতাচ্যূত হয়েছে সিপিএম ৷ তার পর কেটে গিয়েছে প্রায় 14 বছর ৷ এই সময়ের মধ্যে সিপিএমের শক্তি ক্রমশ তলানিতে এসে ঠেকেছে ৷ পঞ্চায়েত বা পুরসভার মতো নির্বাচনগুলিতে যাও বা দু’একটি আসনে জেতা সম্ভব হয়েছে, 2019 ও 2021 সালের লোকসভা ও বিধানসভা নির্বাচনে ‘শূন্য’হাতে ফিরতে হয়েছে কাকাবাবুর দলকে ৷
নির্বাচনী রাজনীতিতে উপর্যুপুরি হারের সঙ্গে সাজুয্য রেখে লালপার্টির দশাও যে দৈন্য হয়েছে, তা স্পষ্ট হচ্ছে সিপিএমের 27তম রাজ্য সম্মেলনের আগে ৷ অতীতে যে সম্মেলন শুধু পার্টি ক্যাডারদের অর্থেই আয়োজন করা সম্ভব হতো, এখন আর তা হচ্ছে না ৷ ফলে টাকা তুলতে পার্টি সদস্যদের পরিবারের কাছেও ‘হাত পাততে’ হচ্ছে আলিমুদ্দিনকে ৷
শনিবার থেকে হুগলির ডানকুনিতে শুরু হবে সিপিএমের রাজ্য সম্মেলন ৷ সেই সম্মেলনের জন্য অর্থ সাহায্য নিতে তৈরি করা হয়েছে বিশেষ খাম ৷ ওই খামেই পার্টি সদস্যদের পরিবারের লোকেদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে ৷ সেই টাকার জন্য রিসিট দেওয়া হচ্ছে । কত টাকা দিচ্ছে বা কে দিচ্ছে, সেটাও গোপন রাখা হবে পার্টির তরফে । আপাতত হুগলি জেলায় প্রায় 10 হাজার পার্টি সদস্য এর আওতায় আসবেন ৷
সিপিএমের হুগলির জেলা সম্পাদক দেবব্রত ঘোষ বলেন, ‘‘পার্টির মেম্বাররা ছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের সম্মিলিত করার জন্য যার যেটুকু সামর্থ্য খামের মধ্যে টাকা দিয়ে পার্টি কমিটিকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । এটা শুধুমাত্র হুগলি জেলার জন্যই চিন্তাভাবনা করা হয়েছে । জেলায় 10120 জন্য পার্টির সদস্য আছেন ৷ তাঁদেরকেই এই খাম দেওয়া হয়েছে ।তাঁরা অর্থ সাহায্য করছেন রাজ্যে সম্মেলনের জন্য । এতে বিপুল সাড়া মিলেছে ।’’
আরও পড়ুন:- প্রতিমাসে 5000 টাকা দিচ্ছে মোদি সরকার। কিভাবে অনলাইনে আবেদন করবেন, দেখে নিন বিস্তারিত
রাজ্য সম্মেলনের অর্থ সাহায্য নেওয়ার খাম
সিপিএমের রাজ্য কমিটির এক নেতা বলেন, “পার্টির যেকোনও কাজে মানুষের থেকেই রসদ সংগ্রহ করা হয় । তারই একটি ধাপ বলা চলে । আমাদের পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দু’দিন আগেও ডানকুনিতে গিয়ে অর্থ সংগ্রহ করেছেন । এটা আমাদের একটা ধারাবাহিক কর্মসূচি ।”
উল্লেখ্য, ডানকুনি টাউনশিপের ভিতরে শান্তি মঞ্চে হবে সম্মেলন । বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণে নামকরণ হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য নগর এবং সীতারাম ইয়েচুরির স্মরণে সীতারাম ইয়েচুরি মঞ্চ । শনিবার বেলা 12টায় সূচনা হবে সম্মেলনের । শান্তি মঞ্চের চারিদিক সাজানো হয়েছে প্রয়াত সিপিআইএম নেতৃত্বের ছবি দিয়ে । সাড়ে পাঁচশো প্রতিনিধি সারা রাজ্য থেকে উপস্থিত থাকবেন ।
রাজ্য সম্মেলনের অর্থ সাহায্য নেওয়ার খাম
আসবেন প্রকাশ কারাট, বৃন্দা কারাট, মানিক সরকার, হান্নান মোল্লারা । 25 ফ্রেব্রুরারি দুপুর দু’টোয় সম্মেলন শেষে প্রকাশ্য সমাবেশ হবে ডানকুনি স্পোর্টিং মাঠে । সম্মেলনকে ঘিরে ডানকুনিতে তাই সাজ সাজ রব । মূল মঞ্চ যেমন সাজিয়ে তোলা হয়েছে, পাশাপাশি ডানকুনি শহর সেজে উঠেছে লাল পতাকায় ।
আরও পড়ুন:- AC-র জন্য মিটারের লোড বাড়াতে কীভাবে আবেদন করবেন, কত টনে-কত টাকা? দেখে নিন এক ক্লিকে