মোদি সরকার দিচ্ছে ফ্রী চাকরির প্রশিক্ষণ ! মাসে মাসে পাবেন ৫,০০০ টাকাও

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

pm-internship-scheme

Bangla News Dunia, Pallab : ভারত সরকারের তরফে নতুন এক ইন্টার্নশিপ স্কিমের সূচনা করা হলো যার মাধ্যমে দেশের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণ চলাকালীন ইন্ট্রান্সদের আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। তাই আগ্রহী চাকরি প্রার্থী যারা দীর্ঘদিন যাবত ভালো চাকরির প্রতীক্ষায় বসে রয়েছেন তারা‌ ভারত সরকারের পিএম ইন্টার্নশিপ অংশগ্রহণের মাধ্যমে কর্মসংস্থান করতে পারবেন।

আরও পড়ুন : টাটার হাত ধরে ভারতে বিপ্লব ঘটাচ্ছে মোদী সরকার, বিশ্বের ১ নম্বর দেশ হবে এবার ভারত

নিম্নে ভারত সরকারের ইন্টার্নশিপ প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য যথা- ইন্টার্নশিপ প্রকল্পের কি সুবিধা রয়েছে, কারা আবেদন জানাতে পারবেন, আবেদন পদ্ধতি, আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন নাগাদ চলবে প্রভৃতি  বিস্তারিত আলোচনা করা হলো। আগ্রহী ব্যক্তিরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। 

পিএম ইন্টার্নশিপ স্কিম:

ভারত সরকারের তরফে দেশের বেকার যুবক যুবতীদের জন্য যে নতুন ইন্টার্নশিপ এর সূচনা করা হয়েছে তার নাম হলো পিএম ইন্টার্নশিপ স্কিম। এই প্রকল্পের মাধ্যমে তরুণ যুবক যুবতীদের একাধিক ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি অংশগ্রহণকারী ব্যক্তিদের মাসিক 5000 টাকা ভাতার ব্যবস্থা করা হয়েছে।‌ 730টি জেলা ও 300টিরও বেশি দেশের সেরা কোম্পানি এই ইন্টার্নশিপে অংশগ্রহণ করেছে। এই স্কিমে তরুণ পেশাদারদের একাধিক ক্ষেত্রে যথা- তেল ও গ্যাস, ব্যাঙ্কিং, হসপিটালিটি, অটোমোটিভ, ম্যানুফ্যাকচারিং এবং এফএমসিজি সহ বিভিন্ন সেক্টরের ইন্টার্নশিপ এর সুযোগ প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন : নারী দিবসের আগে মহিলাদের অ্য়াকাউন্টে 2500 টাকা, জানতে পড়ুন বিস্তারিত

পিএম ইন্টার্নশিপ স্কিমের সুবিধা:

ভারত সরকারের তরফে দেশের বেকার যুবক-যুবতীদের জন্য যে ইন্টার্নশিপ ব্যবস্থা করা হয়েছে, এই স্কিমে নির্বাচিত ইন্ট্রান্সদের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে 5,000 টাকা সাহায্য দেওয়া হবে। এছাড়াও পরবর্তীকালে 6,000 এর এককালীন এক সহায়তা প্রদান করা হবে। এই ইন্টার্নশিপ গুলি ন্যূনতম ছয় মাসের জন্য করা হবে। এছাড়াও ইন্টার্নশিপ এর শেষে অংশগ্রহণকারী ব্যক্তিদের সার্টিফিকেট প্রদান করা হবে যা চাকরি ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে।

পিএম ইন্টার্নশিপ স্কিম (PMIS) যোগ্যতা:

পিএম ইন্টার্নশীপে অংশগ্রহণকারী যুবক-যুবতীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ‌ আবেদনকারীর ন্যূনতম বয়স 21 বছর থেকে সর্বোচ্চ 24 বছর হতে হবে।‌ শুধুমাত্র বেকার যুবক-যুবতীদের ইন্টার্নশিপে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। তাই‌ যারা ফুল-টাইম চাকরি করছেন তারা এই সুযোগ পাবেন না। এছাড়াও‌ পরিবারের সদস্য (শিক্ষানবীশ নিজে/স্ত্রী/মাতাপিতা) বার্ষিক 8 লাখ টাকার বেশি আয় করলে তিনি এখানে আবেদন করতে পারবেন না।

আবেদন পদ্ধতি:

অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথম এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশনের অফিসিয়াল ওয়েবসাইট হল https://pminternship.mca.gov.in/login/ । এই ওয়েবসাইটে প্রবেশ করে সর্ব প্রথম বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। ‌ রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সম্পন্ন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে হবে।

আবেদন তারিখ:

পিএম ইন্টার্নশিপ স্কিমের অনলাইন আবেদনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ইংরেজির 12ই মার্চ 2025 পর্যন্ত। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা 12 মার্চের মধ্যে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন। এছাড়াও পিএম ইন্টার্নশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন। প্রতিবেদনে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন