পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাঙ্কে কর্মী নিয়োগ – যোগ্যতা, বেতন ও আবেদন পদ্ধতি দেখুন ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন! তাহলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ ভালো ভাবে দেখুন। ইতিমধ্যেই ব্যাঙ্ক অফ বরোদা থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে সারা ভারত তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।

ব্যাঙ্ক অফ বরোদা থেকে মোট চার হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই অনলাইন আবেদন শুরু হয়েছে, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইন আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য যোগ্যতা কি চাওয়া হয়েছে, বয়স কত থাকতে হবে ইত্যাদি বিস্তারিত তথ্য ভালো ভাবে দেখে নিন।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুর মর্যাদা দিলেন এই দেশের প্রধানমন্ত্রী, একনজরে দেখে নিন

পদের নামঃ– ব্যাঙ্ক অফ বরোদা থেকে নিয়োগ করা হচ্ছে, এপ্রেন্টিসস অর্থাৎ শিক্ষানবিশ পদে।

শূন্যপদঃ– ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ করছে সারা ভারতে মোট 4000 শূন্যপদে। যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নিয়োগ করা হচ্ছে।

বয়সঃ– ব্যাঙ্ক অফ বরোদা থেকে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, আবেদন করার জন্য বয়স থাকতে হবে সর্বনিম্ন 20 বছর ও সর্বোচ্চ 28 বছর বয়সের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসেব করা হবে 01/01/2025 তারিখের নিরিখে।

শিক্ষাগত যোগ্যতাঃ– Bank Of Baroda এর শিক্ষানবিশ পদে আবেদন করার জন্য যোগ্যতা চাওয়া হয়েছে, সরকারি স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ।

মাসিক বেতনঃ– শিক্ষানবিশ পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক সাম্মানিক থাকবে 12 হাজার টাকা থেকে শুরু করে 15 হাজার টাকা পর্যন্ত। নিয়োগ করা হচ্ছে 1 বছরের জন্য এপ্রেন্টিসস পদে।

আরও পড়ুন : টাটার হাত ধরে ভারতে বিপ্লব ঘটাচ্ছে মোদী সরকার, বিশ্বের ১ নম্বর দেশ হবে এবার ভারত

আবেদন পদ্ধতিঃ– Apprentices পদে আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য ব্যাঙ্ক অফ বরোদা থেকে প্রকাশিত নোটিশে দেওয়া লিংকে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করুন।

ডকুমেন্টসঃ– ব্যাঙ্ক অফ বরোদার শিক্ষানবিশ পদে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে –

আবেদন ফিঃ– এপ্রেন্টিসস পদে আবেদন ফি – PwBD প্রার্থীদের 400 টাকা, SC, ST ও মহিলা প্রার্থীদের 600 টাকা এবং জেনারেল, EWS ও OBC প্রার্থীদের 800 টাকা আবেদন ফি সাথে রয়েছে GST চার্জ।

আবেদনের শেষ তারিখঃ– ব্যাঙ্ক অফ বরোদা থেকে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, শিক্ষানবিশ পদে আবেদন করা যাবে 11/03/2025 তারিখ পর্যন্ত।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন