Bangla News Dunia, Pallab : ভারতবর্ষে আধার কার্ড হল সবথেকে গুরুত্বপূর্ণ এবং পরিচয়বাহী একটি ডকুমেন্টস্। আর মূলত তার জন্যই ভারতীয় আধার সংস্থা তথা UIDAI আধার কাজে ব্যবহারকে আরো সহজ ও দ্রুততর করার জন্য নতুন একটি প্রযুক্তি চালু করতে চলেছে।
যার মাধ্যমে এবার থেকে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট কিংবা OTP ছাড়াই শুধুমাত্র ক্যামেরার সামনে দাঁড়িয়ে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে করা যাবে আধারের কাজ। এই নতুন ব্যবস্থাটি তে সারা দেশে আধার সংক্রান্ত সমস্ত রকম পরিষেবা আরও সহজ এবং সুরক্ষিত হবে বলে মনে করা হচ্ছে। তাহলে এবার দেখে নেওয়া যাক কিভাবে এই নতুন ব্যবস্থাটি কাজ করবে এবং কি কি সুবিধা পাবে এতে সাধারণ মানুষ ।
আরও পড়ুন : ভারতে চালু ৪ টি সরকারি কার্ড, না করলে বিপদে পড়বেন
কিভাবে আধারের এই নতুন ব্যবস্থা টি কাজ করবে ?
UIDAI এর দ্বারা আধার কার্ডের এই নতুন নিয়ম অনুযায়ী, আধার সংক্রান্ত যেকোনো কাজ করতে গেলেই আর সেই ব্যক্তির তার কার্ডের প্রয়োজন হবে না। পরিবর্তে শুধুমাত্র মুখের ছবি অর্থাৎ ফেস অথেন্টিকেশন এর মাধ্যমে কাজ করা পসিবল হবে।
নতুন এই প্রযুক্তি চালু হলে – ই-কমার্স, স্বাস্থ্য ব্যবস্থা, ব্যাংক সহ আরো বিভিন্ন ক্ষেত্রে আধার ভেরিফিকেশনের প্রক্রিয়া আরো সহজতর হবে। বিশেষ করে বলতে গেলে প্রবীর নাগরিকদের জন্য এটি অত্যন্ত উপকারী হবে। কেননা তাদের ফিঙ্গারপ্রিন্টার আঙ্গুলের ছাপ মেড়াতে গিয়ে নানারকম সমস্যার সম্মুখীন হতে হয়।
আরও পড়ুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুর মর্যাদা দিলেন এই দেশের প্রধানমন্ত্রী, একনজরে দেখে নিন
সাধারণ মানুষ কি কি সুবিধা পাবে এই নতুন ব্যবস্থাই ?
আধার কার্ডের এই নতুন ব্যবস্থা যদি চালু হয়। তাহলে সাধারণ মানুষের বেশ অনেকবারই সুবিধা পেয়ে যাবে এর সঙ্গে সঙ্গে। সেগুলি হল –
- কোনো রকম ওটিপি কিংবা ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই, শুধুমাত্র ফ্রেশ অথেন্টিকেশন এর মাধ্যমে এবার আধার কার্ডের কাজ করা সম্ভব হবে।
- আধার কার্ডের তথ্য সুরক্ষিত থাকবে এবং জালিয়াতির সম্ভাবনা বেশ অনেক হ্রাস পাবে এই নতুন ব্যবস্থায়।
- ওটিপি এবং ফিঙ্গারপ্রিন্ট এর থেকে ফেস অথেন্টিকেশনে আধার কার্ডের কাজ আরো দ্রুত করা সম্ভব।
নকল রোধ করার জন্য বড় পদক্ষেপ আধার সংস্থার ?
নতুন ফেস অথেন্টিকেশন প্রযুক্তি চালু হলে বাজারে, আধার কার্ড সংক্রান্ত সমস্ত জালিয়াতি বেশ অনেকটাই কমবে। ছাড়াও অনেক ক্ষেত্রেই দেখা যায় বোমো আধার কার্ড তৈরি করে প্রতারণা করা হচ্ছে বিভিন্ন জায়গায়। কিন্তু এই নতুন নিয়ম কার্যকর হলে সেটি আর সম্ভব হবে না।