হঠাৎ আলোয়, তারপর অন্ধকারে… কিভাবে দিন কাটছে এই ‘Viral তারকা’দের, জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাতারাতি জনপ্রিয়তা হয়তো একেই বলে। মোনালিসা ভোঁসলের উত্থান যে রূপকথার গল্প। পেটের দায়ে মহাকুম্ভে এসেছিলেন মালা বিক্রি করতে, সেখান থেকেই ভাইরাল হন মোনালিসা। প্রায় প্রতিদিনই মোনালিসার ভোল বদলে যাওয়ার ভিডিও-ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। শোনা যাচ্ছে, সিনেমাতেও অভিনয় করবেন মোনালিসা। তবে হঠাৎ করে পাওয়া এই খ্যাতি মোনালিসা বেশ উপভোগ করছেন। কিন্তু মোনালিসার আগেও এরকমই কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় সেনসেশন ছড়িয়ে ছিলেন। আসুন জেনে নিন তাঁরা কারা।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

রানু মণ্ডল
২০১৯ সালে রানাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের গান এক প্যায়ার কা নাগমা গেয়ে জনপ্রিয়তা পান বাংলার রানু মণ্ডল। তাঁর ভিডিও একজন ভাইরাল করে দেওয়ার পরই একরাতের মধ্যে রানু মণ্ডলের জনপ্রিয়তা আকাশ ছোঁয়। তিনি টিভি শো, চ্যানেলে প্রায়ই আসতে থাকেন। হিমেশ রেশমিয়ার সঙ্গেও কাজ করেন রানু মণ্ডল। কিন্তু সেই খ্যাতি, জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি রানু। উল্টো পাল্টা রিলস ভিডিও বানিয়ে হাসির খোরাকে পরিণত হন তিনি। ট্রোল হতে হতে রানু এখন লাইমলাইটের বাইরে।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

সহদেব দিরদো
বচপন কা প্যায়ার গেয়ে ভাইরাল হয়েছিলেন ছত্তিশগড়ের বাসিন্দা সহদেব দিরদো। মাত্র ১০ বছর বয়সে সহদেব ‘বচপন কা প্যায়ার’ গেয়ে রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে গিয়েছিল। তার জনপ্রিয়তা দেখে ব়্যাপার বাদশা সহদেবকে তাঁর সঙ্গে গান গাওয়ার সুযোগ দেন। তবে এখন সহদেবকে কেউ মনে রাখেনি। প্রচারের আলো থেকে দূরে সহদেব।

আরও পড়ুন:- কমার্স নিয়ে পড়লে আপনার জন্য রইল ৫ দুর্দান্ত কেরিয়ার অপশন,

ভুবন বাদ্যকর
এই রাজ্যের বীরভূমের রাস্তায় রাস্তায় বাদাম বিক্রি করা ভুবন বাদ্যকরের জীবন বদলে দিয়েছিল সোশ্যাল মিডিয়া। কাঁচা বাদাম গেয়ে ভুবন রীতিমতো বাদাম কাকু হিসাবে দারুণ পরিচিতি লাভ করেন। এখন ভুবনের নিজস্ব ইউটিউবও রয়েছে।  ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’ ২০২১ সালে সোশ্যাল মিডিয়ায় এই গান গেয়ে খুবই ভাইরাল হয়েছিলেন ভুবন। তবে এখন সেভাবে আর জনপ্রিয়তা নেই ভুবনের।

সঞ্জীব শ্রীবাস্তব


গোবিন্দার গানে নেচে ডাব্বু আঙ্কল অর্থাৎ সঞ্জীব শ্রীবাস্তবের নাচ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এরপর আর কোনও নাচ তাঁর ভাইরাল হয়নি।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

ধিনচ্যাক পুজা
‘সেলফি ম্যায়নে লে লি’ গান দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন পূজা জৈন ওরফে ধিনচ্যাক পুজা। এরপর ‘দিলো কা স্কুটার’, ‘সোয়্যাগ ওয়ালি টোপি’র মতো গান দিয়েও আমজনতাকে মাতিয়ে তুলেছিলেন। এমনকী, ভারতের সবচেয়ে চর্চিত রিয়েলিটি শো ‘বিগ বস’-এও অংশ নেন তিনি। বর্তমানে তিনি এই ধরনের বেসুরো গান গেয়ে চলেছেন। তবে শ্রোতারা তাঁকে কোনও সময়ই সিরিয়াসলি নেন না।

আরও পড়ুন:- কৃষক বন্ধুদের ডিজিটাল কৃষক আইডি কার্ড চালু হলো। কার্ড করলেই পাবেন ৬০০০ টাকা। কিভাবে আবেদন করবেন?

আরও পড়ুন:- নয়া করোনাভাইরাসের হদিশ, কতটা বিপজ্জনক? জানতে বিস্তারিত দেখুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন