Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ১৯৭১ সালের পর পাকিস্তান ও বাংলাদেশ প্রথমবারের মতো সরাসরি বাণিজ্য পুনরায় শুরু করেছে। পোর্ট কাসিম থেকে প্রথম কার্গো জাহাজ চাল নিয়ে বাংলাদেশ রওনা দিয়েছে। ফেব্রুয়ারিতেই চাল কেনার চুক্তি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে। ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মাধ্যমে ৫০,০০০ টন চাল কিনতে সম্মত হয় বাংলাদেশ। সেই চুক্তি অনুযায়ী প্রথমবারের মতো পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের (PNSC) সরকারি পণ্যবাহী জাহাজ বাংলাদেশের একটি বন্দরে ডক করবে। যা সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
১৯৭১ সালে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠন করে। তারপর থেকেই দুই দেশের মধ্যে কোনও বাণিজ্য সম্পর্ক ছিল না। ফেব্রুয়ারিতে পাকিস্তানের থেকে চাল কিনতে চুক্তি করে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার। মোট ৫০ হাজার টন চাল কেনার চুক্তি হয়েছিল। দুটি চালানে পাকিস্তান থেকে চাল আসবে বাংলাদেশে। এই চালানে ২৫ হাজার টন চাল পাঠানো হচ্ছে। আগামী ৪ মার্চ জাহাজটির চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। বাকি চাল মার্চের শুরুতে পাঠানো হবে।
আরও পড়ুন:- হঠাৎ আলোয়, তারপর অন্ধকারে… কিভাবে দিন কাটছে এই ‘Viral তারকা’দের, জানুন
গত বছর বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপর নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। সেই থেকেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়। আদান-প্রদানের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে রাজি হয় দুই দেশই।
তবে, ভারত থেকেও চাল কিনছে বাংলাদেশ। হাসিনার পতনের পর ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে খানিকটা। কিন্তু তা সত্ত্বেও দুই দেশের মধ্যে বাণিজ্য অব্যাহত রয়েছে। ১৬ হাজার ৪০০ টন চাল প্রতিবেশী বাংলাদেশে পাঠিয়েছে ভারত। হাসিনা সরকারের পতনের পরে এনিয়ে দ্বিতীয়বার বাংলাদেশে চাল রফতানি করেছে ভারত। চালের এই দ্বিতীয় চালান মংলা বন্দরে পৌঁছেছে। মংলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ একটি চুক্তির আওতায় ভারত থেকে ৩ লক্ষ টন চাল কিনতে সম্মত হয়েছে, যার ৪০ শতাংশ মংলা বন্দরে এবং বাকি চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে। চালের প্রথম চালানটি ২০ জানুয়ারি গিয়েছিল।
আরও পড়ুন:- উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষা 100% Common পাওয়ার টিপস! রইলো বিস্তারিত
আরও পড়ুন:- মেদিনীপুরের বর, বাংলাদেশি কনে, জানুন কিভাবে পরিণতি পেল প্রেম