Bangla News Dunia, বাপ্পাদিত্য:- একটি বাড়ির তালা ভেঙে সে বাড়িতে প্রবেশ। তারপর চুরি। সেই ঘটনায় ধরা পড়ে এক ব্যক্তি। তাকে আদালতে পেশ করা হয়। অভিযুক্তের বিচারপর্ব শুরু হয়েছিল। আদালত মানে তো বিচারক ছাড়াও থাকেন কর্মীরা, পুলিশ এবং সাধারণ মানুষ।
সেই ভরা আদালত থেকে যে কোনও অভিযুক্ত পালাতে পারে তা ভাবনার অতীত। সেটাই কিন্তু ঘটল। তার সেই পালানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই অভিযুক্তকে পালাতে দেখা যায়।
দেখা যায় আদালতের বাড়িটির ৩ তলা থেকে সে ঝুলছে। তারপর দেওয়াল ধরেই সে হড়কে নেমে একটি করে তলা নামে। নামে কার্নিশে। তারপর কার্নিশ থেকে তার নিচের তলায় ফের দেওয়াল ধরে পিছলে নেমে পড়া। এভাবেই শেষে একটা লাফ দিয়ে নিচে নেমে পড়ে সে। তারপর ঝড়বৃষ্টির মধ্যেই ছুট লাগায়। পালিয়েও যায়।
আরও পড়ুন:- হঠাৎ আলোয়, তারপর অন্ধকারে… কিভাবে দিন কাটছে এই ‘Viral তারকা’দের, জানুন