বাস্তবের স্পাইডার-ম্যান, জানলে অবাক হবেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- একটি বাড়ির তালা ভেঙে সে বাড়িতে প্রবেশ। তারপর চুরি। সেই ঘটনায় ধরা পড়ে এক ব্যক্তি। তাকে আদালতে পেশ করা হয়। অভিযুক্তের বিচারপর্ব শুরু হয়েছিল। আদালত মানে তো বিচারক ছাড়াও থাকেন কর্মীরা, পুলিশ এবং সাধারণ মানুষ।

সেই ভরা আদালত থেকে যে কোনও অভিযুক্ত পালাতে পারে তা ভাবনার অতীত। সেটাই কিন্তু ঘটল। তার সেই পালানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই অভিযুক্তকে পালাতে দেখা যায়।

দেখা যায় আদালতের বাড়িটির ৩ তলা থেকে সে ঝুলছে। তারপর দেওয়াল ধরেই সে হড়কে নেমে একটি করে তলা নামে। নামে কার্নিশে। তারপর কার্নিশ থেকে তার নিচের তলায় ফের দেওয়াল ধরে পিছলে নেমে পড়া। এভাবেই শেষে একটা লাফ দিয়ে নিচে নেমে পড়ে সে। তারপর ঝড়বৃষ্টির মধ্যেই ছুট লাগায়। পালিয়েও যায়।

আরও পড়ুন:- হঠাৎ আলোয়, তারপর অন্ধকারে… কিভাবে দিন কাটছে এই ‘Viral তারকা’দের, জানুন

ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে। সেখানেই আদালত থেকে পালায় ওই বিচারাধীন ব্যক্তি। যাকে চোর সন্দেহে পাকড়াও করার পর তার বিচার চলছিল।

প্রশ্ন উঠেছে আদালতের নিরাপত্তা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখার পর অনেকেই আদালত চত্বরের নিরাপত্তা বলয় নিয়ে প্রশ্ন তুলেছেন।

নাকের ডগা দিয়ে এভাবে এক অভিযুক্তের পালিয়ে যাওয়া কীভাবে সম্ভব তা নিয়েও প্রশ্ন উঠছে। অনেকে তো আবার ওই ব্যক্তির পালানোর সঙ্গে স্পাইডার-ম্যানের তুলনা করেছেন। সুবারবান কন্ট্রোল সেন্টার পালানোর এই ছবি পোস্ট করেছে।

আরও পড়ুন:- উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষা 100% Common পাওয়ার টিপস! রইলো বিস্তারিত

আরও পড়ুন:- মেদিনীপুরের বর, বাংলাদেশি কনে, জানুন কিভাবে পরিণতি পেল প্রেম

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন