Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আপনিও কি ব্যাংক থেকে লোন (Bank Loan) নেবেন বলে ভাবছেন? তাহলে অবশ্যই জেনে নিতে হবে রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নতুন নিয়ম। আসলে বর্তমানে প্রচুর মানুষ লোনের জন্য আবেদন করেন। আর সেই সকল লোনের মধ্যে থাকে বিজনেস লোন, শিক্ষার লোন কিংবা বাড়ি কিংবা গাড়ি কেনার জন্য লোন। যাতে সাধারণ মানুষের সুবিধা হয় তার জন্য সম্প্রতি আরবিআই নতুন নিয়ম জারি করেছে। এবার থেকে আপনি লোন নিলেও আপনার আর কোন চিন্তা নেই।
Bank Loan Application RBI New Rule
বর্তমানে যে কোনো ছোটো ব্যবসা শুরু করতে গেলেও অর্থের প্রয়োজন হয়। আর মূলধন জোগাড় করার জন্য অনেকেই ব্যাঙ্ক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে থেকে লোন নেন। বর্তমানে প্রচুর মানুষ চাকরির বদলে ব্যবসার দিকে হাঁটছেন। তাই ব্যবসায়িক লোনের চাহিদাও বাড়ছে।
ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে নিয়ম চালু করেছে, তার দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা অধিকাংশ মানুষের। আসলে আরবিআই মাঝেমধ্যেই নানান ধরনের নিয়ম চালু করে থাকে। ব্যাংক কিংবা পোস্ট অফিসগুলিকেও নির্দেশ দিয়ে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
আরও পড়ুন:- হঠাৎ আলোয়, তারপর অন্ধকারে… কিভাবে দিন কাটছে এই ‘Viral তারকা’দের, জানুন
বর্তমানে দেখা যায়, যদি কোন গ্রাহক ঋণ নেন আর সেই ঋণ তিনি মেয়াদের আগে শোধ করতে চান তাহলে গ্রাহককে দিতে হয় ফোরক্লোজার চার্জ (Foreclosure Charge). এখন প্রশ্ন হল, ফোরক্লোজার চার্জ কি? এটি হল একপ্রকার প্রি-পেমেন্ট চার্জ যা ফ্লোটিং রেটের ঋণ নিয়ে থাকলে তা আগে শোধের জন্য দিতে হয়। এটি স্বাভাবিকভাবে খানিকটা বাড়তি বোঝা হয়ে যেত গ্রাহকদের কাছে। তাই এবার এই বাড়তি চাপ হ্রাস করতে সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নতুন নিয়ম থেকে জানা যাচ্ছে, এখন থেকে কোনো বাড়তি চার্জ নিতে পারবে না ব্যাঙ্ক।
লোন নিলেও আর কোন চাপ নেই গ্রাহকদের!
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার খসড়াতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে, টায়ার ১ এবং টায়ার ২ সরকারি ব্যাঙ্ক, NBFC থেকে কোনো ব্যক্তি অথবা এমএসএমই গ্রুপ থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে ফ্লোটিং রেটে নেওয়া ঋণের উপরে আর কোনো জরিমানা ধার্য করতে পারবে না। তবে যদি কেউ তা ধার্য করেও থাকে তাহলে সেটি সম্পূর্ণরূপে আইন বিরুদ্ধ হবে। শুধু তাই নয়, ব্যাঙ্ক ছাড়াও রিজার্ভ ব্যাঙ্কের এই নিয়ম কার্যকর হতে চলেছে এমএসএম-ই প্রতিষ্ঠানগুলির জন্যও।
রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে যে, ঋণগ্রহীতার থেকে সমস্ত রকম চুক্তিতে কার্যকর হবে এই প্রস্তাব। যাতে গ্রাহকরা যেন অন্য কোনো ঋণগ্রহীতার কাছে আর না যান, সস্তায় ব্যাঙ্কের কাছ থেকেই তিনি ঋণ পায়। রিজার্ভ ব্যাংকের নিয়ম বলছে, লক ইন পিরিয়ড ছাড়াই ঋণের ফোরক্লোজার করার অনুমতি দিতে হবে সমস্ত গ্রাহককে। আর তার জন্য এবার থেকে কোনো আর্থিক প্রতিষ্ঠান আলাদা করে আর বাড়তি চার্জ করতে পারবে না। লোন সংক্রান্ত সমস্ত নিয়ম আগের থেকেই গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন:- উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষা 100% Common পাওয়ার টিপস! রইলো বিস্তারিত
আরও পড়ুন:- মেদিনীপুরের বর, বাংলাদেশি কনে, জানুন কিভাবে পরিণতি পেল প্রেম