Bangla News Dunia, Pallab : চাকরি প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে পুনরায় নতুন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে রাষ্ট্রায়ত্ত ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া তরফে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের ট্রেনিং চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড প্রদান করা হবে। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদনের বয়সসীমা রয়েছে সর্বোচ্চ ২৮ বছর। তবে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন – শূন্য পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, আবেদন শেষ তারিখ প্রভৃতি আলোচনা করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।
আরও পড়ুন : ভারতে চালু ৪ টি সরকারি কার্ড, না করলে বিপদে পড়বেন
পদের নাম:
ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদের নাম হল শিক্ষানবিশ (এপ্রেন্টিস) পদ।
মোট শূন্যপদের সংখ্যা:
ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া শিক্ষানবিশ (Apprentice) পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা ২৬৯১ টি। ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে। এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
বয়স সীমা:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের নূন্যতম বয়স ২১ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী তপশিলি জাতি, উপজাতি এবং আদিবাসী শ্রেণীর চাকরি প্রার্থীরা মোট ৫ বছরের বয়সের ছাড় পাবেন। অন্যান্য পিছিয়ে পড়া বর্গের চাকরিপ্রার্থীরা মোট ৩ বছরের এবং শারীরিক সক্ষম চাকরিপ্রার্থীরা মোট ১০ বছরের বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন:
যে সমস্ত চাকরি প্রার্থীরা ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার এপ্রেন্টিস পদে ট্রেনিং এর জন্য যোগ্য হিসাবে নির্বাচিত হবেন, তারা নিয়োগের প্রথম মাস থেকেই ট্রেনিং পর্যন্ত ১৫,০০০ টাকার স্টাইপেন্ড পাবেন। এছাড়াও ট্রেনিং শেষে আবেদন কারীকে বৈধ সার্টিফিকেট প্রদান করা হয়। এই সার্টিফিকেট পরবর্তীকাল অন্যান্য চাকরির ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে।
শিক্ষাগত যোগ্যতা:
ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার এপ্রেন্টিস পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদনের জন্য প্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে। এর পাশাপাশি আবেদনকারী কে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।
আরও পড়ুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুর মর্যাদা দিলেন এই দেশের প্রধানমন্ত্রী, একনজরে দেখে নিন
আবেদন পদ্ধতি:
অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তার জন্য unionbankofindia.co.in এই অফিসিয়াল ওয়েবসাইটে সাহায্য নিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে সর্বপ্রথম বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন মূল্য:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে আবেদন মূল্য হিসেবে ৮০০ টাকা প্রদান করতে হবে। এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর প্রার্থী যথা এসটি ও এসসি প্রার্থীদের জন্য ৬০০ টাকা এবং পিডবলুবিডি প্রার্থীদের জন্য ৪০০ টাকা আবেদন মূল্য হিসেবে প্রদান করতে হবে।
আবেদন শেষ তারিখ:
অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, এই আবেদন প্রক্রিয়ায় চলবে আগামী ০৫ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত।