মহাকুম্ভ সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ, ১৪০টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- মহাকুম্ভ সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে ১৪০টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ করল প্রয়াগরাজ পুলিশ। এই ঘটনায় ১৩টি এফআইআর দায়ের হয়েছে।

পুলিশের ডিআইজি বৈভব কৃষ্ণ বলেছেন, ‘বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য ১৪০টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তেরোটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।’

এর আগে মহাকুম্ভে মহিলাদের স্নান ও পোশাক বদলের ছবি, ভিডিও তুলে অনলাইনে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে উত্তরপ্রদেশ পুলিশ দুটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে। অ্যাকাউন্ট অপারেটরদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটার কাছেও আবেদন জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন :- মোদি সরকার দিচ্ছে ফ্রী চাকরির প্রশিক্ষণ ! মাসে মাসে পাবেন ৫,০০০ টাকাও

এদিকে, মহা শিবরাত্রি উপলক্ষ্যে ২৬ ফেব্রুয়ারি মহাকুম্ভে বহু মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা। সেই মতো সমস্ত প্রস্তুতি সাড়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিআইজি বলেছেন, ‘শিবরাত্রি উৎসবের জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। মহাকুম্ভ এলাকায় যাতে কোথাও কোনও যানজট না হয়, তা নিশ্চিত করা হবে। সব কিছু সুষ্ঠুভাবে চলবে। যতই ভিড় হোক না কেন, আমরা সামলাতে প্রস্তুত।’

আরো পড়ুন :- কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার দিল্লির ‘লেডি ডন’, জানুন কীভাবে চালাতেন গ্যাং ?

ডিএসপি যশবন্ত সিং বলেন, ‘মহা শিবরাত্রির আগে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ৩৫০ জনেরও বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবেন। চারদিকে ব্যারিকেড করা হয়েছে।’

আরো পড়ুন :- ‘BRICS’ জোট ভেঙে দিয়েছে ট্রাম্প? আসল কারণ কি ? 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন