Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আমির খানকে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বলা হয়। নিজের অভিনয় দক্ষতায় গত তিন দশকের বেশি সময় ধরে সকলের মন জয় করছেন তিনি। অনেকের ধারণা থাকে, তারকাদের জীবনে নাম- যশ- খ্যাতি- অর্থ কোনও কিছুর অভাব নেই। তাই তাঁরা কখনও খারাপ থাকতে পারেন না। তবে আমির বহুবার বিষণ্ণতা নিয়ে কথা বলেছেন। অভিনেতা বলেছেন যে তাঁর কোনও ছবি বক্স অফিসে ব্যর্থ হলে, তিনি আজও বিষণ্ণ বোধ করেন। নিজেকে আবেগপ্রবণ বলে অভিহিত করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন আমির।
সম্প্রতি, একটি অনুষ্ঠানে হাজির হয়ে নিজের বিষয়ে বহু অজানা কথা সকলের সঙ্গে শেয়ার করেন আমির খান। অভিনেতা বলেন, “যখন আমার ছবি চলে না, তখন আমি খুব দুঃখ পাই। চলচ্চিত্র নির্মাণ একটি কঠিন বিষয়। কখনও কখনও সব কিছু আপনার পরিকল্পনা অনুযায়ী হয় না। ‘লাল সিং চাড্ডা’ ছবিতে আমার অভিনয় ভাল ছিল। তবে টম হ্যাঙ্কস যে পারফরম্যান্স দিয়েছিলেন, তার মতো ভাল হয়নি।”
আরও পড়ুন:- হঠাৎ আলোয়, তারপর অন্ধকারে… কিভাবে দিন কাটছে এই ‘Viral তারকা’দের, জানুন
তিনি বলেন, “যখন আমার ছবি ব্যর্থ হয়, তখন আমি বিষণ্ণতার পর্যায়ে চলে যাই। আমি প্রায় ২-৩ সপ্তাহের জন্য একেবারে অন্যরকম হয়ে যাই। তারপর আমি আমার টিমের সঙ্গে বসি। কী ভুল হয়েছে তা বিশ্লেষণ করি এবং সেটা থেকে শিখি। নিজের ব্যর্থতাকে মূল্যায়ন করি। কারণ এটিই একমাত্র জিনিস যা আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।”
২০২২ সালে’লাল সিং চাড্ডা’ মুক্তি পেয়েছিল। সেই সময়ে, ছবিটি প্রায় ৬০ কোটি আয় করেছিল। বক্স অফিসে ভাল স্কোর করেনি এই ছবি। দর্শকদের মধ্যে নিজের জায়গা তৈরি করতে ব্যর্থ হন আমির। ছবিটি মুক্তির এক বছর পর, আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, ছবিটি যখন ব্যর্থ হয়েছিল, তখন এটি তাঁদের পরিবারকেও প্রভাবিত করেছিল। পরিবার হিসাবে আমরা সবাই আমিরের সঙ্গে ছিলাম।”
‘লাল সিং চাড্ডা’ ছবির পর পর্দা থেকে উধাও হয়ে যান আমির খান। আমির বলেছেন যে, তিনি এখন তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। তিন বছর হয়ে গেল আমিরের পর্দায় দেখা যাচ্ছে না।
আরও পড়ুন:- উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষা 100% Common পাওয়ার টিপস! রইলো বিস্তারিত
আরও পড়ুন:- মেদিনীপুরের বর, বাংলাদেশি কনে, জানুন কিভাবে পরিণতি পেল প্রেম