বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক ? জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মার্কিন ধনকুবের ইলক মাস্ককে বাংলাদেশে আমন্ত্রণ জানালেন অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ৷ মাস্কের ইন্টারনেট সংস্থা স্টারলিঙ্ক স্যাটেলাইট-এর পরিষেবা পেতে এই আমন্ত্রণ বলে জানিয়েছেন তিনি নিজেই ৷ আগামী 90 দিনের মধ্যে এই পরিষেবা চালু হোক, চান মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ৷

এই বিষয়টি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ইউনূস ৷ গত 19 ফেব্রুয়ারি মুখ্য উপদেষ্টা ইউনূস স্পেসএক্স-এর কর্ণধার ইলন মাস্ককে চিঠি লিখেছেন ৷ তাতে তিনি মার্কিন ধনকুবের মাস্ককে বাংলাদেশে আসার আমন্ত্রণের কথা জানিয়েছেন ৷ শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ইউনূস স্টারলিঙ্ক-কর্তা ইলন মাস্ককে বাংলাদেশে এসে সেখানকার তরুণ প্রজন্মের সঙ্গে সাক্ষাতের কথাও তুলে ধরেছেন ৷ তিনি এও জানিয়েছেন যে, এই তরুণ প্রজন্মই দেশের অন্যতম প্রধান ইন্টারনেট পরিষেবা প্রাপক ৷

আরও পড়ুন:- হঠাৎ আলোয়, তারপর অন্ধকারে… কিভাবে দিন কাটছে এই ‘Viral তারকা’দের, জানুন

রবিবার বাংলাদেশের নিজস্ব সংবাদসংস্থা বিএসএস মুহাম্মদ ইউনূসের লেখা চিঠি উদ্ধৃত করে জানায়, “একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারস্পরিক দূরদর্শিতা প্রয়োজন ৷ এর জন্য আসুন আমরা একসঙ্গে কাজ করি ৷” স্টারলিঙ্ক কোম্পানির ইন্টারনেট পরিষেবা নিয়ে তিনি জানিয়েছেন, “বাংলাদেশে স্টারলিঙ্কের সংযোগকারী পরিকাঠামো তৈরি হলে তা ব্যাপক রূপান্তর ঘটাবে ৷ বিশেষত বাংলাদেশের উদ্যমী তরুণ, গ্রামাঞ্চল ও প্রান্তিক শ্রেণির মহিলা, প্রত্যন্ত এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে ৷”

ইউনূস অন্তর্বর্তী প্রশাসনের উচ্চাধিকারিক খলিলুর রহমানকে নির্দেশ দিয়েছেন, তিনি যেন স্পেসএক্স দলের সঙ্গে যোগাযোগ রাখেন ৷ আগামী 90টি কাজের দিনের মধ্যে বাংলাদেশে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা চালু করতেই হবে ৷ এর আগে গত 13 ফেব্রুয়ারি মুহাম্মদ ইউনূস মাস্কের সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলেন ৷ সেদিন তিনি বাংলাদেশে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা নিয়েও কথা বলেছিলেন ৷

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন