জওয়ান-জনতা সংঘর্ষ, অগ্নিগর্ভ কক্সবাজারের বিমান ঘাঁটি ! গুলিতে নিহত ১   

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ফের উত্তপ্ত বাংলাদেশের কক্সবাজার। সোমবার দুপুরে কক্সবাজারে ব্যাপক সংঘর্ষ হয় এলাকাবাসীর সঙ্গে বিমান বাহিনীর জওয়ানদের। দুই পক্ষের সংঘর্ষে অগ্নিগর্ভ পরিস্থিতি বিমান বাহিনীর ঘাঁটি লাগোয়া এলাকায়। দুই পক্ষের তরফেই গুলি ছোঁড়া হয়েছে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে খবর। প্রাণ বাঁচাতে স্থানীয়দের একাংশ এলাকা থেকে পালাচ্ছে।

আরও পড়ুন : ভারতে চালু ৪ টি সরকারি কার্ড, না করলে বিপদে পড়বেন

ঢাকায় সেনাবাহিনীর সদর দপ্তর থেকে আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ জানিয়েছে, বাংলাদেশের পর্যটন শহর কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে আক্রমণ চালায় দুষ্কৃতীরা। বাঁধা দেয় বিমান বাহিনীর জওয়ানরা। নিমেষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা্দের অনেকেই এলাকা ছাড়তে শুরু করেন। দুই পক্ষের তরফেই চলে গুলি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জওয়ানদের ছোঁড়া গুলিতে প্রাণ হারিয়েছেন স্থানীয় এক যুবক। দুপক্ষের বহু মানুষ গুলিবিদ্ধ হয়েছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুর মর্যাদা দিলেন এই দেশের প্রধানমন্ত্রী, একনজরে দেখে নিন

জানা গিয়েছে, নিহত যুবকের নাম শিহাব আলম। বাড়ি কক্সবাজার পুরসভার এক নম্বর ওয়ার্ডের সমিতিপাড়ায়। এদিন কক্সবাজারের সমিতি পাড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর জওয়ানেরা তাদের ঘাঁটির জন্য চিহ্নিত জমির দখল নিতে যায়। সেই জমিতে দীর্ঘদিন ধরেই বসবাস করছেন কয়েকশো পরিবার। তাঁরাই বাধা দেয় জওয়ানদের। শুরু হয় দুই পক্ষের তুমুল বচসা। বচসা চরমে উঠলে বিমান বাহিনীর জওয়ানদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন স্থানীয়রা। শুরু হয় গুলি বৃষ্টি। এই সংঘর্ষে বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা এলাকা। পরিস্থিতি মোকাবিলায় ঘটান্সথলে পৌঁছায় বিমান বাহিনীর পুলিশ। গুলিতে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়। গুরুতর আহতদের চট্টগ্রামের হাসপাতালে পাঠানো হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন