মেয়েরা অন্যের সম্পত্তি হলে ছেলেরা কী? শুনলে কিন্তু হোঁচট খাবেন!

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জোকস মানুষের জীবনে চাপ কমায়, যার ফলে নতুন শক্তি অনুভূত হয়। হাসি প্রতিটি মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আমাদের মুখে হাসি থাকে, তখন একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়। আসুন হাসতে হাসতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।

> শিক্ষক ছাত্রদের জিজ্ঞাসা করছেন—
শিক্ষক: মেয়েরা পরের সম্পত্তি হলে ছেলেরা কী?
ছাত্র: স্যার, ছেলেরা চোর!
শিক্ষক: কীভাবে বুঝলি?
ছাত্র: কারণ চোরদের চোখ সব সময় থাকে পরের সম্পত্তির দিকে।

> পাত্র পক্ষ মেয়ে দেখতে এসেছে। তাদের মধ্যে অনেক কথা হচ্ছে। পাত্রীর মা পাত্রকে জিজ্ঞাসা করছেন—
পাত্রীর মা: তুমি কী কাজ করো বাবা?
পাত্র: আমি পাইলট।
পাত্রীর মা: কোন সংস্থার পাইলট তুমি?
পাত্র: বিয়ে বাড়িতে রিমোট দিয়ে ড্রোন ওড়াই।
পাত্রীর মা সঙ্গে সঙ্গে বেহুঁশ!

আরও পড়ুন:- আনন্দধারা প্রকল্পের অধীনে প্রচুর মহিলা কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতিসহ বিস্তারিত দেখে নিন

> পল্টু অফিস ঢুকতে দেরি করেছে। বস কয়েকবার তাকে খোঁজ করেছেন। পল্টুকে না পেয়ে রেগে আগুন হয়ে আছেন তিনি। ছুটতে ছুটতে অফিসে ঢুকলো পল্টু—
বস: এতক্ষণ কোথায় ছিলে?
পল্টু: স্যার, গার্লফ্রেন্ডকে কলেজে পৌঁছে দিতে গিয়েছিলাম।
বস: কাল থেকে সময়মতো না এলে আর অফিসে আসতে হবে না!
পল্টু: ঠিক আছে স্যার, কাল থেকে তাহলে আপনার মেয়েকে আপনিই কলেজ পোঁছে দেবেন।

> স্ট্যাচু অব লিবার্টির নীচে প্রেমিক প্রেমিকা খুব রোমান্টিক মুডে বসে আছে…
প্রেমিক: বলো তো, স্ট্যাচু অব লিবার্টির হাতে এতো কম আলো কেন?
প্রেমিকা: যাতে আমরা এর নীচে বসে আরও বেশি লিবার্টি পেতে পারি।

> মেয়ে: তুমি যদি আবার আমাকে ওভাবে চুমু খাও, আমি চিরজীবনের জন্য তোমার হয়ে যাব।
ছেলে: সাবধান করে দেবার জন্য, ধন্যবাদ।

> স্ত্রী: কে ফোন করেছিল?
স্বামী: হবে কোনো পশু প্রেমিক। জিজ্ঞেস করলো, গাধাটা এখনও বাড়ি আছে কিনা!

> অভিভাবক: স্যার আপনার কী মনে হয়? আমার ছেলে বড় হয়ে কী হবে?
শিক্ষক: মনে হয়, মহাকাশচারী হবে।
অভিভাবক: এতো কিছু রেখে ও মহাকাশচারী হবে, এটা কেনো মনে হলো স্যার?
শিক্ষক: ওকে যখন ক্লাসে কোনো পড়া জিজ্ঞেস করি, মনে হয় এইমাত্র আকাশ থেকে পড়লো।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)

আরও পড়ুন:- ট্যাংরা-কাণ্ডে নাবালকের দায়িত্ব নিতে নারাজ আত্মীয়রা। চিন্তায় লালবাজার

আরও পড়ুন:- সুগার থাকলে অবশ্যই খান এই ৫ ফল, খুব উপকার পাবেন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন