Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মহাশিবরাত্রির দিন ব্লু লাইনে মেট্রোর সংখ্যা কম থাকবে। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ খবর জানিয়ে দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। দৈনিক যে পরিষেবাগুলি পাওয়া যায়, সেগুলি মিললেও সাকুল্যে ট্রেন চলবে কম। তাই কখন কোন ট্রেন চলবে তা জানা জরুরি। জরুরি কাজে ওই দিন বাড়ি থেকে বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি কখন থেকে মিলবে দিনের প্রথম পরিষেবা, আবার শেষ ট্রেনটি কখন মিলবে?
মেট্রো রেল কর্তৃপক্ষ ২৬২টি দৈনিক পরিষেবা দিয়ে থাকে। ওইদিন 26.02.2025 (বুধবার) ব্লু লাইনে তার বদলে চলবে ২৩৬টি (118 UP + 118 DN) ট্রেন৷
আরও পড়ুন:- আনন্দধারা প্রকল্পের অধীনে প্রচুর মহিলা কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতিসহ বিস্তারিত দেখে নিন
কখন কোন ট্রেন চলবে?
প্রথম পরিষেবা:-
06:50 টায়। নোয়াপাড়া থেকে কবি সুভাষ (কোন পরিবর্তন নেই)
06:50 টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোন পরিবর্তন নেই)
06:55 টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
06:55 টায় মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
শেষ পরিষেবা:-
21:30 টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
21:28 টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
21:40 টায়। কবি সুভাষ থেকে দম দম পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
ব্লু লাইনে বিশেষ রাতের মেট্রো পরিষেবাগুলি কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে রাত ১০টা ৪০ এর পরিষেবা পাওয়া যাবে। ওইদিন গ্রিন লাইন-১, গ্রীন লাইন-২, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে সাধারণ সেবা পাওয়া যাবে।
আরও পড়ুন:- ট্যাংরা-কাণ্ডে নাবালকের দায়িত্ব নিতে নারাজ আত্মীয়রা। চিন্তায় লালবাজার