ফ্রীতে স্কুটি দিচ্ছে সরকার ! জানুন কারা আবেদন করতে পারবেন ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

ola electric scooter

Bangla News Dunia, Pallab : ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে রাজ্য সরকার নতুন এক প্রকল্পের সূচনা করেছেন যার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্য স্কুটি প্রদান করা হবে। বর্তমানে দেশের একাধিক রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে নতুন নতুন প্রকল্পের সূচনা করেছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এমনই বেশ কিছু প্রকল্পের সূচনা হয়েছে যার মধ্যে অন্যতম যেমন কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প। সেই সঙ্গেই স্কুলে পড়ুয়াদের যাতায়াতের সুবিধার জন্য পশ্চিমবঙ্গে রয়েছে সবুজ সাথী স্কিম। সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে ছাত্র ছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়া হয়। তবে এবার সাইকেলের পরিবর্তে নতুন‌ প্রকল্পের মাধ্যমে স্কুটি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন : ভারতে চালু ৪ টি সরকারি কার্ড, না করলে বিপদে পড়বেন

নিম্নে প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিত আলোচনা করা হলো। আগ্রহী ছাত্র-ছাত্রীরা আবেদন করবে প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন।

রানি লক্ষ্মীবাঈ প্রকল্প:

আগামী দিনে মধ্যে ভারত বিশ্ব গুরু হতে চলেছে। তাই দেশের উন্নতি করতে চাইলে পুরুষদের পাশাপাশি নারীদের এগিয়ে আসতে হবে। তাই নারীদের শিক্ষা থেকে শুরু করে অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে সার্বিক উন্নয়নের উপর জোর দেওয়া হচ্ছে। এছাড়াও একাধিক রাজ্যে নতুন নতুন প্রকল্পের সূচনা করা হয়েছে এর মধ্যে এমনি একটি এক প্রকল্প হলো লক্ষ্মীবাঈ স্কুটি যোজনা। সম্প্রতি নারী শিক্ষার উদ্দেশে রানি লক্ষ্মীবাঈ স্কুটি যোজনার (Rani Lakshmi Bai Scooty Yojana) কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। যে সমস্ত ছাত্রী মাঝপথেই পড়াশোনা ছেড়েদেয় আর্থিক পরিস্থিতির কারণে, কখনও আবার বাড়ি থেকে স্কুলের দূরত্বের কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

তাদের রানি লক্ষ্মীবাঈ স্কুটি যোজনার (Government Scheme) মাধ্যমে স্কুটি প্রদান করা হয় যাতে তারা পরবর্তী পড়াশোনাটি‌‌ নিবিঘ্নে সম্পন্ন করতে পারে। ইতিমধ্যেই রাজ্যে সরকার প্রায় ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে। লক্ষ্মীবাঈ স্কুটি রাজ্যের সরকারি বোর্ড এর ছাত্রীদের পাশাপাশি সিবিএসই বোর্ডের ছাত্রীরাও এই স্কিমের সুবিধা প্রদান করা হয়।

প্রয়োজনীয় নথিপত্র সমূহ :

লক্ষ্মীবাঈ স্কুটি প্রকল্পের মাধ্যমে রাজ্যের দুস্থ ও মেয়ে ছাত্রীদের বিনামূল্যে স্কুটি প্রদান করা হয়। এখানে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য বেশ কিছু নথি পত্রের প্রয়োজন রয়েছে জা নিম্নে আলোচনা করা হলো।

  • ১. জন্ম প্রমান পত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট।
  • ২. পরিচয় পত্র হিসেবে আঁধার কার্ড এবং ভোটার কার্ড অনিবার্য।
  • ৩. আবেদনকারী ছাত্রী বর্তমানে যে পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে তার প্রমাণপত্র।
  • ৪. সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

আবেদন করার যোগ্যতা:

লক্ষ্মীবাঈ স্কুটি প্রকল্পের সুবিধা কিন্তু সকল স্কুল ছাত্র ছাত্রীরা পাবেন না। একমাত্র মেধাবী ছাত্রীদের পড়াশোনার জন্য লক্ষ্মীবাঈ স্কুটি প্রকল্পের মাধ্যমে স্কুটি প্রদান করা হয়। তাই ফ্রি স্কুটি পেতে গেলে একজন ছাত্রীকে ঠিক কত নম্বর পেতে হবে সেটা এখনও পরিষ্কার করে জানানো হয়নি। আবেদন যোগ্যতা সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের সর্ব প্রথম জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন : টাটার হাত ধরে ভারতে বিপ্লব ঘটাচ্ছে মোদী সরকার, বিশ্বের ১ নম্বর দেশ হবে এবার ভারত

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন