অস্থির বাজারেও গত ৯ মাসে এই স্টকের দাম বেড়েছে ৫৩৩%,

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

stock market

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেশের শেয়ার বাজারে অস্থির পরিস্থিতি বজায় রয়েছে গত বছরের শেষ দিক থেকেই। নতুন বছরেও পরিস্থিতির বিশেষ বদল হয়নি। গত পাঁচ মাস ধরে বিদেশি বিনিয়োগ ক্রমাগত সরেছে দেশের স্টক মার্কেট থেকে। তার উপর বিভিন্ন রকমের আন্তর্জাতিক ফ্যাক্টর তো রয়েইছে। এর জেরে গত কয়েক মাসে অধিকাংশ সংস্থার শেয়ার দর কমেছে। কিন্তু শেয়ার বাজারে এমন কয়েকটি স্টক রয়েছে, যাদের শেয়ার দর বাজারের কঠিন পরিস্থিতির মধ্যেও বেড়েছে। এ রকমই একটি স্টক হলো আরবি ডেনিমস অ্যান্ড এক্সপোর্ট। টেক্সটাইল সেক্টরের এই মাল্টিব্যাগার স্টক গত ৯ মাসে রিটার্ন দিয়েছে ৫৩৩ শতাংশ। অর্থাৎ, মাত্র কয়েক মাসেই লগ্নিকারীদের বড় অঙ্কের লাভ দিয়েছে এই সংস্থার স্টক।

আরও পড়ুন:- সেরা 5 টি সার্টিফায়েড Google Course। বাড়ি বসে কাজ শিখে মাসে লক্ষাধিক টাকা আয় করুন

৯ মাসে আগে এই সংস্থার প্রতি শেয়ারের দাম ছিল ২৪ টাকা। এখন এই স্টকের দাম হয়েছে ১৫২ টাকা। এর পাশাপাশি আরও একটি বিষয় খুবই লক্ষণীয়, প্রত্যেক মাসেই পজ়িটিভে ছিল এই স্টকের গ্রাফ। অর্থাৎ, বৃদ্ধির ক্ষেত্রেও যথেষ্ট ধারাবাহিকতা দেখিয়েছে এই স্টক। এর মধ্যে গত বছর নভেম্বর মাসে এই স্টকে দাম বেড়েছে সবথেকে বেশি (৫৪%)। ডিসেম্বরে তা বেড়েছে ৪৮ শতাংশ।

কেবল গত ৯ মাস নয়। তার আগে থেকেই এই স্টক নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখেছে। ২০২০ সালের এপ্রিল মাসে এই স্টকের দাম ছিল ৯ টাকা। অর্থাৎ গত কয়েক বছরে প্রায় ১৬০০ শতাংশ দাম বেড়েছে এই স্টকের। গত এক বছরে এই স্টক থেকে রিটার্ন মিলেছে ৩০০ শতাংশ। এই সময়কালে নিফটি স্মল ক্যাপ ইনডেক্স ১৭ শতাংশ কমেছে। অর্থাৎ, বাজারের প্রবণতায় ভেসে যায়নি এই স্টক। বরং প্রতি মাসে বেড়ে লগ্নিকারীদের মুখে হাসি ফুটিয়েছে। আগামী দিনেও এই স্টকে লগ্নি লাভজনক হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- মাত্র 5000 টাকায় শুরু করুন এই ব্যবসা। কম বিনিয়োগে বেশি লাভ, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন:- সিনিয়র থেকে জুনিয়র, সব ডাক্তারের অনেক টাকা মাইনে বাড়ছে, বড় ঘোষণা মমতার

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন