গতি ঘণ্টায় ১১০০ কিলোমিটার ! দেশের প্রথম ‘হাইপারলুপ ট্রেন’-এর লাইন বানালো IIT মাদ্রাজ

By Bangla News Dunia Dinesh

Published on:

bullet train

Bangla News Dunia, Pallab : ঘণ্টায় ১১০০ কিলোমিটার গতিতে ছুটবে ট্রেন, আর তা ছুটবে ভারতের মাটিতেই! এমনই সম্ভাবনার কথা জানিয়েছেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আইআইটি মাদ্রাজে(IIT Madras) তৈরি করা হয়েছে দেশের প্রথম ‘হাইপারলুপ’(Hyperloop) লাইন। ৪২২ মিটার দীর্ঘ এই লাইনটি তৈরি করা হয়েছে রেলমন্ত্রকের সহযোগিতায়। দাবি করা হচ্ছে এই হাইপারলুপ ট্রেনের গতি হবে ঘন্টায় ১১০০ কিলোমিটার যা কিনা বুলেট ট্রেনের থেকেও বেশি। তবে কি এই স্বপ্নের প্রজেক্ট শুরু হওয়ায় শুধুই সময়ের অপেক্ষা? রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব(Ashwini Vaishnaw) এই হাইপারলুপ লাইনের ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশ করে জানিয়েছেন, ভারতে এই ট্রেন চালু হলে তা পরিবহণ এবং গতির দুনিয়ায় যুগান্তকারী পরিবর্তন আনবে।

আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে

সূত্রের খবর, এই ট্রেনটি চালানো হবে এমন একটি টিউবের মধ্যে দিয়ে যেখানে থাকবে না কোনও বাতাস। ফলে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় বায়ুমন্ডলের কোনও বাধার সম্মুখীন হবে না ট্রেনটি। যার ফলে খুবই দ্রুত গতিতে ছুটতে পারবে এই ট্রেনটি। মূলত ইলেকট্রিকে চলা এই ট্রেনটিতে থাকবে কেবল একটিই কামরা।

আরও পড়ুন : 50,000 বেকারকে ট্রেনিং দিচ্ছে মমতা সরকার, সঙ্গে পেতে পারেন মোটা আর্থিক সাহায্যও

উল্লেখ্য, লো-প্রেশার টিউবের মধ্যে দিয়ে ছোটার সময় চৌম্বক শক্তির প্রভাবে ট্রেনটি লাইন থেকে খানিকটা উপরে উঠে যায় এবং তারপরেই নিজের গতি বাড়ায়। এই ট্রেন ভারতে চালু হলে দেশের পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে এই ট্রেন থেকে ভারতের আমজনতা কতোটা উপকৃত হবে সেই প্রশ্নও কিন্তু থেকেই যাচ্ছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন