Bangla News Dunia, Pallab : বাংলাদেশে (Bangladesh) শুক্রবার আত্মপ্রকাশ করতে চলেছে নতুন একটি রাজনৈতিক দল। তার আগে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন নাহিদ ইসলাম (Nahid Islam)। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নাহিদকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।
এদিন ইস্তফা দেওয়ার পর নাহিদ বলেন, ‘নতুন রাজনৈতিক দলে যোগ দিতেই এই পদত্যাগ। একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন। ছাত্র-জনতার পাশে থাকা প্রয়োজন। রাজপথে এই মুহূর্তে থাকা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছি।’
আরও পড়ুন : ভারতে চালু ৪ টি সরকারি কার্ড, না করলে বিপদে পড়বেন
আরও পড়ুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুর মর্যাদা দিলেন এই দেশের প্রধানমন্ত্রী, একনজরে দেখে নিন
গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসবেন। হলও তাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই নতুন দল গঠন হচ্ছে। কোন পক্ষের কারা কোন সাংগঠনিক পদে থাকবেন, তা নিয়ে ইতিমধ্যে দফায় দফায় আলোচনা চলছে।
এই মুহূর্তে বাংলাদেশে সাধারণ নির্বাচনের দাবিও ক্রমশ জোরালো হচ্ছে। হাসিনা সরকারের পতনের পর এবং অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পর ছ’মাস অতিক্রান্ত। ভোট প্রক্রিয়ায় গতি আনতে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াচ্ছে খালেদা জিয়ার দল বিএনপিও (BNP)। তাদের বক্তব্য, বাংলাদেশের সাধারণ মানুষ যেন সরকার গঠন এবং গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকটাও দেখা প্রয়োজন রয়েছে।